Geeta Selling In Book Fair: গীতা কেনার হিড়়িক মুর্শিদাবাদ বইমেলায়
মুর্শিদাবাদ বইমেলায় প্রায় ১৫০ স্টল ছিল। সেখানে স্টল দিয়েছিল গোরক্ষপুর গীতা প্রেসের বহরমপুর শাখার পক্ষ থেকে। সেখানে এই বছর রেকর্ড সংখ্যক গীতা বিক্রি। ক্ষুদ্র, মাঝারি ও বড়-বিভিন্ন সংস্করণের ৫০০০ গীতা বিক্রি।
২৪শে ডিসেম্বর কলকাতায় লক্ষ কন্ঠে গীতা পাঠ। বড়দিনের আগের দিন কলকাতার এই অনুষ্ঠান ঘিরে উন্মাদণা তুঙ্গে। যার আঁচ পড়ল জেলাতেও। জেলাতেও গীতা কেনার হিড়়িক।
গত ৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মুর্শিদাবাদ বইমেলা। প্রায় ১৫০ স্টল ছিল। সেখানে স্টল দিয়েছিল গোরক্ষপুর গীতা প্রেসের বহরমপুর শাখার পক্ষ থেকে।সেখানে এই বছর রেকর্ড সংখ্যক গীতা বিক্রি। ক্ষুদ্র, মাঝারি ও বড়-বিভিন্ন সংস্করণের ৫০০০ গীতা বিক্রি।
বহরমপুরে মুর্শিদাবাদ জেলা বইমেলায় গত বছর ১ কোটি ২৭ লক্ষ টাকার বই বিক্রয় হয়েছিল। এই বছর সেটি ছাড়িয়ে গেছে ।প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে বহরমপুর বইমেলায়। বই বিক্রি বেড়েছে। সঙ্গে বেড়েছে গীতা বিক্রি। ২৪শে ডিসেম্বরের কথা ভেবেই কী গীতার এত বিক্রি?
Latest Videos