সাইকেলে প্রধানের ফ্রি হোম ডেলিভারি করোনা আক্রান্তদের দুপুরের মাছ-ভাত, তরকারি
পুরনো সাইকেলে পঞ্চায়েত প্রধান করোনা আক্রান্তদের বাড়ি-বাড়ি দুপুরের খাবার পৌঁছে দিচ্ছেন।
চিন্ময় দাস। গ্রামের প্রধান। মাটির বাড়ি। টালির চাল। ঝড় বৃষ্টি হলে অন্যের বাড়িতে মাথা গোঁজেন। সাইকেলে প্রধানের ফ্রি হোম ডেলিভারি। করোনা আক্রান্তদের দুপুরের মাছ-ভাত, তরকারি। পাশে থাকাই প্রধান কাজ তাঁর। পুরনো সাইকেলে পঞ্চায়েত প্রধান করোনা আক্রান্তদের বাড়ি-বাড়ি দুপুরের খাবার পৌঁছে দিচ্ছেন। ভেজালের যুগে খাঁটি জন-প্রতিনিধি বলেই তো চার দশকের প্রধানকে পুরস্কার দিয়েছেন রাষ্ট্রপতি। মাকরদা গ্রাম পঞ্চায়েত। গ্রাম বাংলার ছবি। সে ছবিতেও থাবা বসিয়েছে করোনা। সবুজ গ্রাম্য পরিবেশেও ঘরে-ঘরে করোনা। গ্রাম পরিবারের আত্মীয় প্রধান।
Latest Videos