Bengal Gymnast: টাকার অভাবে বাংলার জিমন্যাস্ট

Bengal Gymnast: টাকার অভাবে বাংলার জিমন্যাস্ট

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 08, 2023 | 4:08 PM

কাঁকিনাড়া নারায়ণপুরের নিলয় বিশ্বাস এবার এরোবিক জিমন্যাস্টিক ওয়ার্ল্ড কাপ এবং এশিয়ান কাপ প্রতিযোগিতায় যোগদানের চিঠি পেয়েছে। নিলয়ের দাবি এই রাজ্য থেকে তিনিই একা এই প্রতিযোগিতায় কোয়ালিফায় হয়েছেন।

কাঁকিনাড়া নারায়ণপুরের নিলয় বিশ্বাস এবার এরোবিক জিমন্যাস্টিক ওয়ার্ল্ড কাপ এবং এশিয়ান কাপ প্রতিযোগিতায় যোগদানের চিঠি পেয়েছে। নিলয়ের দাবি এই রাজ্য থেকে তিনিই একা এই প্রতিযোগিতায় কোয়ালিফায় হয়েছেন। এরোবিক জিমন্যাস্টিক এশিয়ান কাপ এবার হচ্ছে মোংগোলিয়া তে, আর ওয়ার্ল্ড কাপ হবে রোমানিয়া তে।দুই প্রতিযোগিতায় অংশ গ্রহনে যেতে খরচ হবে প্রায় ১০ লক্ষ টাকা। যা নুন আনতে পান্থা ফুরায়ে সংসারে অলিক স্বপ্ন। কিন্তু এশিয়ান কাপ এবং ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় সুযোগ পেলে ও প্রতিযোগিতায় যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।আগামি ১৩ ই সেপ্টেম্বর নিলয়ের প্রথম এশিয়ান কাপে যোগ দিতে ফ্লাইট ধরার কথা। কোভিড এর সময় বাবার চাকরি চলে গেছে।বাবা দিন মজুরের কাজ করে কোন রকম সংসার চালায়।তাও রোজ কাজ ও জোটে না। নিলয়ের একটাই আকুতি সরকার বা কোন সহৃদয় ব্যক্তি যদি তার পাশে দাঁড়ায় তাহলে হয়তো তার এই প্রতিযোগিতায় যাবার সুযোগ হতে পারে।আর নিলয়ের চ্যালেঞ্জ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে ভারতের মুখ উজ্জ্বল করে নিয়ে আসবে সে।হাতে আর কটা দিন মাত্র, কিভাবে এতো টাকা যোগাড় হবে সেই চিন্তাতেই ঘুম ছুটেছে নিলয় এবং তার পরিবারের।