Hair Fall Problem: চুল উঠছে রোজ, পড়ছে টাক? সমাধান এবার হাতের মুঠোয়

Hair Fall Problem: চুল উঠছে রোজ, পড়ছে টাক? সমাধান এবার হাতের মুঠোয়

Nandan Paul

|

Updated on: Dec 12, 2023 | 7:05 PM

Lifestyle News: 3D-প্রিন্টেড হেয়ার ফলিকল। যা ঢেকে দেবে টাক। কী এই নতুন প্রযুক্তি?

আজকাল কম বয়সে অনেকের মাথার চুল ফাঁকা হয়ে পড়ে (Hair Fall) যাচ্ছে। ৩০ কি ৪০ বছর বয়সে মাথা ভর্তি টাক এখন আর অদ্ভুত নয়। তবে টাকের চিকিৎসায় বাজারে প্রচুর ওষুধ আছে। তবে ওষুধে অনেক সময়ে পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। মার্কিন বিজ্ঞানীরা ল্যাবে তৈরি করেছেন 3D-প্রিন্টেড হেয়ার ফলিকল। বিজ্ঞানীরা বলছেন টাক মানুষের আত্মসম্মান ও আত্মবিশ্বাস কমিয়ে দেয়। অনেকে এতে অবসাদে পর্যন্ত চলে যান।

টাক পড়া মাথাতে থ্রিডি প্রিন্টেড হেয়ার ফলিকল বসালে আসল চুলের মতোই দেখায়। এই ফলিকল তৈরি মানুষের ত্বকের টিস্যু দিয়ে। রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট নিউ ইয়র্ক এই গবেষণা চালিয়েছে। ফলিকলগুলি ত্বকের ক্ষতি করে না। কৃত্রিম হেয়ার ফলিকল ঘাম তৈরি করে, তাপমাত্রা নিয়ন্ত্রণও করে। স্টেম সেল ত্বক নিরাময় করে।

ল্যাবে মাথার চুলের গ্রন্থি কোষ দিয়ে হয়েছে এই গবেষণা। প্রিন্টিং এর জন্য ব্যবহার হয়েছে একটি বায়ো কালি। 3D প্রিন্টিং পদ্ধতিতে অতি সূক্ষ্ম সুঁচ দিয়ে প্রিন্ট করা হয়। ত্বকের কোষে কোষে ঢোকে সুঁচটি। দীর্ঘক্ষণের প্রক্রিয়ায় হেয়ার ফলিকল বসানো হয়। হেয়ার ফলিকল কাজ করতে শুরু করলে চুল গজায়। টাকের সমস্যার সমাধান হয়। উইগ পরতেও লাগে না। এই আবিষ্কার যুগান্তকারী বলছেন বিজ্ঞানীরা ।