Hawker Eviction: বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jul 01, 2024 | 2:57 PM

বেহাল জনপদ। জবরদখল শহর! দায় কার? রুটিরুজি, কর্মসংস্থানের ভারসাম্য কী ভাবে জবরদখলেই রোজগার রাজনীতির? কী ভাবে থামবে দাদাগিরি? কী হবে হকারদের ভবিষ্যৎ?

জবরদরদখল হয় সরকারি জমি। জবরদখল হয় ফুটপাথ। জবরদখল হয় তথাকথিত নাগরিক জীবন। আর যখন সেই জবরদখল করা ময়লাকে বুলডোজার ভেঙে গুঁড়িয়ে দেয়? যখন নাগরিক জীবনকে আবার চাঙ্গা করার চেষ্টা চলে তখনই বাধা আসে কেন? যাঁরা উচ্ছেদ হন, কি দোষ হয় তাঁদের? তাঁদের নিয়ে কেন চলে রাজনীতি? কাদের জন্য জবরদখল হয় ফুটপাথ থেকে সরকারি জমি, নদী, জল, জঙ্গল, পাহাড়? এই দখলদারিত্বে লুকিয়ে কোন ইকোনমিক্স? সেটাই দেখাব আজকের নিউজ সিরিজে। আজকের TV9 বাংলা নিউজ সিরিজ ‘জবরদখল!’

বেহাল জনপদ

গত বছরের আঠাশে জুলাই। মানিকতলার একটি বাড়ি নিয়ে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি এই মামলা সম্পর্কে বলেন, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন। সে সময় বুলডোজার নামেনি কলকাতায়। এবার নামলো। চাকা ফিরে এসেছে। বুলডোজার হয়ে। কলকাতার রাস্তায় যেমন এসেছিল বছর আঠাশ আগে এক শীতের রাতে। নভেম্বর ১৯৯৬। কলকাতার রাস্তায় ঘর ঘর করে এগিয়েছিল পে লোডার। কলকতার ফুটপাথে রাতের আঁধারে নেমে এসেছিল অপারেশন সানসাইন। সেই আওয়াজ আবার ফিরে এল আঠাশ বছর পর এক মেঘলা দিনে। জুন ২০২৪। সল্টলেকের রাস্তায় এগোলো বুলডোজার। ভাঙা হল জবরদখল। আঠাশ বছর, চাকায় চাকায় হল বন্ধুত্ব। কেন আবার নামতে হল চাকাকে? নাগরিক জীবন কি জবরদখলে বিপর্যস্ত?

অপারেশন সানসাইন

পয়লা বৈশাখ কদিন আগে গেল। পুজো আসছে। আচ্ছা আপনি পুজো বা পয়লা বৈশাখের কেনাকাটা কোথা থেকে করেন? সাউথ সিটি মল? কোয়েস্ট মল? কোন মলটা বেশি পছন্দ আপনাদের? কিন্তু একটা কথা বলি যতই মলে মলে ঘুরে বেড়াননা কেন আপনি! এমন কি কলকাতাবাসী আছেন যিনি গড়িয়াহাট বা হাতিবাগানের ফুটপথটা একবারও ঘুরে দেখেন না? শহরের বিশাল সংখ্যক মানুষ কিন্তু আজও ফুটপাথেই কেনাকাটা করেন। এক ব্যবসা যা চলে আসছে বছরের পর বছর ধরে। কিন্তু সেই দোকান যদি একদিনে ধুলোয় মেশে! একদিনে বুলডোজার গুড়িয়ে দেয়, তাঁর অন্নসংস্থানের পথ? হালের পুলিশি ধরপাকড় আর বুলডোজার মনে করাচ্ছে সেরকমই এক স্মৃতি। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল কলকাতা শহরের হাজার হাজার দোকান। উজাড় হয়ে গেল কলকাতার ফুটপাথ। অপারেশন সানসাইন। কী হয়েছিল সেই দিনটায়?

দায় কার?

আসল দখলদারি কাদের চলে? রাজনীতির দখলদারি? এই রাজনীতির থাবায় কীভাবে দখল হয়েছে ফুটপাথ, দখল হয়েছে সরকারি জমি? শহর গুলোর এই পরিণতি করল কারা? যারা দিনের পর দিন মানুষের থেকে পয়সা নিয়ে তাদের ফত্ৎপথে বসলো তারাই কি আজ বুলডোজার দিয়ে সব ভাঙছে? এর দায় কে নেবে?

মুক্তির পথ

একমাস স্থগিত উচ্ছেদ। তারপর নতুন নিয়ম হলে আবার হবে উচ্ছেদ? নিয়ম যদি কার্যকর হয় তাহলে কত মানুষকে ছাড়তে হবে রুজিরুটি? কতজনকে সব হারিয়ে সত্যিই বসতে হবে পথে? সবাইকে নিয়ে পথ চলা কি সম্ভব হবে? সমস্যা মিটবে কি চিরকালের মত? সমাধানের পথ কী?

Published on: Jul 01, 2024 02:51 PM