Bankura Missing News: সন্দেহজনক ভাবে নিখোঁজ গৃহবধূ

Bankura Missing News: সন্দেহজনক ভাবে নিখোঁজ গৃহবধূ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 18, 2023 | 4:57 PM

সন্দেহজনক ভাবে এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার শালতোড়া থানার ঢেকিয়া গ্রামে। মোনালিসা ঘটক নামের ওই গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর থেকেই শশুর শাশুড়ি নিখোঁজ থাকায় সন্দেহ আরো তীব্র হয়েছে। পুলিশ গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

সন্দেহজনক ভাবে এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার শালতোড়া থানার ঢেকিয়া গ্রামে। মোনালিসা ঘটক নামের ওই গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ পণের দাবীতে মোনালিসার উপর দিনের পর দিন অত্যাচার চালাতো ওই গৃহবধূর শ্বশুর শাশুড়ি। ঘটনার পর থেকেই শশুর শাশুড়ি নিখোঁজ থাকায় সন্দেহ আরো তীব্র হয়েছে। পুলিশ গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে আজ থেকে বছর ছয়েক আগে পশ্চিম বর্ধমান জেলার শিতলপুর গ্রামের মোনালিসাকে ভালোবেসে বিয়ে করেন বাঁকুড়ার শালতোড়া ব্লকের বিষজোড়া গ্রামের পেশায় ডেলিভারি বয় এক যুবক। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। সম্প্রতি মোনালিসা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন পার্শ্ববর্তী গ্রামের পেশায় টোটো চালক কাজু ঘটকের সাথে। মে মাসে নিজের শ্বশুরবাড়ি ছেড়ে কাজু ঘটককে বিয়েও করেন মোনালিসা। এরপর থেকে ওই গৃহবধূ ঢেকিয়া গ্রামে কাজু ঘটকের বাড়িতেই থাকতে শুরু করেন। মোনালিসার বাপের বাড়ির লোকজনের দাবী কাজু ঘটকের বাবা মা পণের দাবীতে মাঝেমধ্যেই মোনালিসার উপর শারিরীক ও মানসিক অত্যাচার করত। গতকাল কাজু ঘটক নিজের টোটো মেরামতির জন্য শালতোড়ায় যান। সেই সময় কাজুর বাবা টেলিফোনে কাজুকে জানায় তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। তড়িঘড়ি কাজু নিজের বাড়িতে ফিরে এলে দেখেন শুধু তাঁর স্ত্রী নয় বাবা ও মা ও পালিয়ে গেছেন। এরপর কাজু মোনালিসার বাপের বাড়িতে খবর দিলে মোনালিসার বাবা ও মা ঢেকিয়া গ্রামে ছুটে আসেন। তাঁদের আশঙ্কা মোনালিসাকে খুন করে অথবা জোর করে অন্য কোথাও সরিয়ে দিয়ে নিজেরা গা ঢাকা দিয়েছে কাজুর বাবা ও মা। মোনালিসার খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি শালতোড়া থানার পুলিশ কাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।