Digha News: হাউসফুল সৈকত সুন্দরী দিঘা

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Apr 30, 2023 | 5:05 PM

দিঘার সমুদ্র সৈকতে এবার রবিঠাকুরের সহজ পাঠ, ভোলবদল বিশ্ব বাংলা উদ্যানের। ঈদের সময় দিঘায় উপচে পড়া ভিড় ছিল। এরপর টানা ছুটি, ফলে স্বাভাবিকভাবেই পর্যটকদের বাড়তি চাপ রয়েছে। আগে যেখানে একদিন, দু'দিনের বুকিং থাকত দেখা যাচ্ছে সেখানে বুকিং হচ্ছে টানা তিন থেকে চার দিন।

দিঘার সমুদ্র সৈকতে এবার রবিঠাকুরের সহজ পাঠ, ভোলবদল বিশ্ব বাংলা উদ্যানের। ঈদের সময় দিঘায় উপচে পড়া ভিড় ছিল। এরপর টানা ছুটি, ফলে স্বাভাবিকভাবেই পর্যটকদের বাড়তি চাপ রয়েছে। আগে যেখানে একদিন, দু’দিনের বুকিং থাকত দেখা যাচ্ছে সেখানে বুকিং হচ্ছে টানা তিন থেকে চার দিন।এই দিন গুলোর পাশাপাশি আগামী ২রা মে থেকে সরকারি ভাবে গরমের ছুটি । আর এতেই খুশির হওয়া পর্যটক থেকে হোটেল মালিকদের মনে। তাৎপর্যপূর্ণভাবে, তাপপ্রবাহের জন্য দিঘায় পর্যটকের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম ছিল। আবহাওয়ার পরিবর্তন ঘটায় ভ্রমণ পিপাসুরা পাড়ি দিচ্ছেন দিঘার সমুদ্র সৈকতে।সমুদ্র সৈকতের সমস্ত হোটেল কানায় কানায় ভর্তি। যাতে কেউ অনিয়ম করে বেশি টাকা নিতে না পারে সেজন্য তৎপর প্রশাসন। পর্যটন মানচিত্রে অন্যতম নাম দিঘা। যা বাঙালির প্রিয় ডেস্টিনেশন দিঘা তাজপুর শংকরপুর কে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। আর এই পর্যটনস্থলকে আরও ‘রূপসী’ করে তুলতে একাধিক উদ্যোগ নিচ্ছেন আরো। আর পাঁচটা দিনের পাশাপাশি বিশেষ বিশেষ দিনগুলিতেও সেখানে তিল ধারনের জায়গা থাকে না। সদ্য গিয়েছে পবিত্র ইদ। তিন দিনের ছুটি। পাশাপাশি উইকএন্ড। ভ্রমণ পিপাসুদের তাই অন্যতম গন্তব্য হয়ে উঠেছে দিঘা। শুক্রবার থেকে দিঘা প্রায় হাউসফুল হোটেল বুকিং করা হয়েছে বলে জানা যাচ্ছে। সরকারি থাকার জায়গা থেকে শুরু করে বেসরকারি হোটেলগুলিও কানায় কানায় ভর্তি। তাপপ্রবাহও কিছুটা কমছে। এই পরিস্থিতিতে মনোরম পরিবেশে পরিবার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে বিশেষ দেরি করতে চাইছেন না ভ্রমণ পিপাসুদের বেশির ভাগ অংশ। শুক্রবার বিকেল থেকেই পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পেয়ে চার গুন হয়েছে। যাতে কেউ অনিয়ম করে বেশি টাকা নিতে না পারে সেজন্য তৎপর প্রশাসন।

Published on: Apr 30, 2023 04:49 PM