Driving License: ড্রাইভিং লাইসেন্স ছাড়াই রাস্তায়?
রাস্তায় গাড়ি বাইক স্কুটার নিয়ে বেরোনোর সময় অত্যন্ত জরুরি বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলা। এই নথি না থাকলে রাস্তার মাঝে থামিয়ে দিতে পারে পুলিশ।। সেই সঙ্গে নির্দিষ্ট আইন অনুযায়ী চালান কাটবে পুলিশ, বাজেয়াপ্ত হতে পারে আপনার গাড়ি। ড্রাইভিং লাইসেন্স নিতে ভুলে গেলে ডিজিলকারে তার সফট কপি রেখে দিন।
রাস্তায় গাড়ি বাইক স্কুটার নিয়ে বেরোনোর সময় অত্যন্ত জরুরি বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলা। এই নথি না থাকলে রাস্তার মাঝে থামিয়ে দিতে পারে পুলিশ।। সেই সঙ্গে নির্দিষ্ট আইন অনুযায়ী চালান কাটবে পুলিশ, বাজেয়াপ্ত হতে পারে আপনার গাড়ি। ড্রাইভিং লাইসেন্স নিতে ভুলে গেলে ডিজিলকারে তার সফট কপি রেখে দিন। পাশাপাশি আপনার যদি ড্রাইভিং লাইসেন্স হারানোর বা চুরি হওয়ার ভয় থাকে তাহলেও এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডিজিলকার অ্যাপটি ডাউনলোড করতে হবে। এবার মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করতে হবে। মোবাইল নম্বরের সঙ্গে এখানে আপনার জন্ম তারিখ, আধার নম্বর এবং ইমেইল আইডি দিতে হবে।৬ ডিজিট ওটিপির মাধ্যমে মোবাইল নম্বর ভেরিফাই করাতে হবে। এবার পাসওয়ার্ড দিয়ে প্রোফাইল তৈরি করতে হবে আর আধার নম্বর দিতে হবে।আধার নম্বর জমা দেওয়ার পর আবার একটি ওটিপি আসবে । এই সমস্ত ধাপ হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে পারবেন। অ্যাপের হোমস্ক্রিনে ডকুমেন্ট ইসুইং এজেন্সি অপশন সিলেক্ট করতে হবে।এবার যে ডকুমেন্টটি সিলেক্ট করতে চান সেটি বেছে নিন। অ্যাপে অটোমেটিকালি আপনার সমস্ত তথ্য স্ক্রিনে চলে আসবে। এবার সিরিয়াল নম্বর জমা করে ‘গেট ডকুমেন্টস’ অপশনে ক্লিক করলে ড্রাইভিং লাইসেন্স সেভ হয়ে যাবে।