MS Dhoni Videos: ধোনির ছক্কার নেপথ্যে কী?

Mar 29, 2023 | 1:25 PM

MS Dhoni Videos: ধোনির ছক্কার নেপথ্যে কী?

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার বন্ধুত্বের কথা সকলেরই জানা। ২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহি। একইদিনে সুরেশ রায়নাও অবসর ঘোষণা করেছিলে। অতীতে ধোনি-রায়না জুটি দেশের জার্সিতে একাধিক ম্যাচে দাপট দেখিয়েছেন। বর্তমানে ধোনি ব্যস্ত আইপিএলের প্রস্তুতিতে। চেন্নাই শিবিরে একদিকে যখন ধোনি অনুশীলনে ব্যস্ত,তখন সুরেশ রায়না স্মৃতির ঝাঁপি উজাড় করেছেন। ২০০৪ সালে মধ্যাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি ফুটতে দেখেছিলেন রায়না। তিনি বলেন,’আমরা ঝাড়খন্ডের লম্বা চুলের একজন ক্রিকেটার সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম। যে লম্বা ছক্কা হাঁকায়। শুধু তাই নয়, মাঠের বাইরে ধারাবাহিকভাবে বল পাঠানোর জন্য বেশ পরিচিত। একদিন দেখলাম ম্যাচের আগে ধোনি ভাই চুপচাপ এক কোণায় বসে রুটি আর বাটার চিকেন খাচ্ছে। জ্ঞানু ভাই ওকে দেখে বলেছিলেন,‘ম্যাচ শুরু হওয়ার আগে ও তো খেতে বসে গিয়েছে। আমি সত্যিই মনে করি না যে ও আমাদের কোনও ক্ষতি করতে পারবে। ও নিজের খাবার উপভোগ করছে, ওকে সেটা করতে দাও। এরপর আমাদের অধিনায়কের কথা ভুল প্রমাণিত করেছিল ধোনি। ও ম্যাচে কয়েকটা গগনচুম্বী ছক্কা মেরে যেন সেই কথার উত্তর দিয়েছিল’। দেওধর ট্রফির সেই ম্যাচে সুরেশ রায়না খেলেননি। তবে মাঠের বাইরে থেকে তিনি সাক্ষী হয়েছিলেন ধোনির বিস্ফোরক ইনিংসের।

Published on: Mar 29, 2023 12:56 PM