MS Dhoni: ব্যাট, কিপিং গ্লাভস ছেড়ে চেয়ার রং করার কাজে হাত লাগালেন এমএস ধোনি
MS Dhoni: ব্যাট, কিপিং গ্লাভস ছেড়ে চেয়ার রং করার কাজে হাত লাগালেন এমএস ধোনি
৩১ তারিখ থেকে শুরু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্য়াঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। প্রথম ম্যাচেই মাঠে নামছে ধোনির চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। আমেদাবাদে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। ব্যাট, কিপিং গ্লাভস ছেড়ে চেয়ার রং করার কাজে হাত লাগালেন এমএস ধোনি। চিপক স্টেডিয়ামের চেয়ার রং করতে দেখা গেল সিএসকে অধিনায়ককে। চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল পেজেই একটি ভিডিয়ো আপলোড করা হয়। সেখানে দেখা যায়, স্টেডিয়ামের চেয়ার রং করছেন ধোনি। সিএসকের ট্র্যাডিশনাল হলুদ রং দিয়ে চেয়ার রং করলেন। কোভিডের কারণে গত দু’বছর দেশের মাটিতে আইপিএল হয়নি। এরই ফাঁকে নতুন ভাবে সাজিয়েছে চিপক স্টেডিয়াম। আইপিএল খেলতে মুখিয়ে আছেন ধোনি নিজেও। ইতিমধ্যেই ধোনির বেশ কয়েকটি ছক্কা মারার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৪১ বছরের প্রাক্তন ভারত অধিনায়কের এটাই সম্ভবত শেষ আইপিএল মরসুম। যদিও অবসর নিয়ে এখনও সামনাসামনি মুখ খোলেননি ধোনি। ২ এপ্রিল ঘরের মাঠে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে সিএসকের প্রতিদ্বন্দ্বী কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস। সোমবারই কিছুক্ষণের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অনলাইনে ৩০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।