Railway Insurance: ট্রেনে চাপার আগেই জানুন

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 23, 2023 | 2:16 PM

পুজোর ছুটিতে অনেকেই এদিক ওদিক বেড়াতে যান। ট্রেনে ভ্রমণের সময় জেনে রাখা উচিত বেশ কিছু বিষয়। আপনার রেল সফর নিরাপদ হোক এটাই আমরা চাই। তবুও জেনে রাখুন দুর্ঘটনায় আহত হলে কিভাবে বীমার জন্য রেল কর্তৃপক্ষের কাছে দাবি করবেন।

পুজোর ছুটিতে অনেকেই এদিক ওদিক বেড়াতে যান। ট্রেনে ভ্রমণের সময় জেনে রাখা উচিত বেশ কিছু বিষয়। আপনার রেল সফর নিরাপদ হোক এটাই আমরা চাই। তবুও জেনে রাখুন দুর্ঘটনায় আহত হলে কিভাবে বীমার জন্য রেল কর্তৃপক্ষের কাছে দাবি করবেন। ভারতীয় রেলের টিকিটের সঙ্গেই যাত্রীদের বীমা করানো থাকে। অনলাইনে টিকিট কাটলে ই মেলে আসে বীমা কোম্পানির নাম ও যাবতীয় তথ্য।

যাত্রার সময় কোনও ট্রেন দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হলে চিকিৎসার ব্যয়ভার বহন করে বীমা কোম্পানি। চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা দেওয়া হয় বীমা কোম্পানির তরফে। যাত্রী আংশিকভাবে পঙ্গু হয়ে গেলে ৭.৫ লক্ষ টাকা দেওয়া হয়। দুর্ঘটনায় কেউ সম্পূর্ণরূপে অক্ষম হয়ে গেলে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।

তবে এক্ষেত্রে টিকিট কাটার সময় ক্ষতিপূরণ দাবি করার অপশনটি চেক করে রাখতে হয়। আর দুর্ঘটনায় প্রাণহানি ঘটলে মৃতের পরিবার পান ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ। সেক্ষেত্রেও টিকিট বুকিংয়ের সময় নির্দিষ্ট অপশন চেক করে রাখা প্রয়োজন। আপনাদের পুজোর সফর সুরক্ষিত হোক ও পুজোর ছুটি ভাল কাটুক আমরা এই কামনাই করি।

Published on: Oct 23, 2023 02:13 PM