How To Charge Mobile Phone: ফোন খাপে রেখে চার্জ করলেই বিপদ
ফোন অনেকেই খাপের মধ্যে রাখেন। ফোনের খাপ বাইরের আঘাত থেকে রক্ষা করে। ফোনের কভার সিলিকন, রাবার ও প্লাস্টিক দিয়ে তৈরি হয়। বাজারে চামড়া দিয়েও ফোনের কভার পাওয়া যায়। তাপ ধরে রাখে ফোনের কভার। অনেক সময় ফোন চার্জ করলে ফোন গরম হয়ে যায়। এই জন্য ক্ষতি হতে পারে ফোনের ব্যাটারির।
ফোন অনেকেই খাপের মধ্যে রাখেন। ফোনের খাপ বাইরের আঘাত থেকে রক্ষা করে। ফোনের কভার সিলিকন, রাবার ও প্লাস্টিক দিয়ে তৈরি হয়। বাজারে চামড়া দিয়েও ফোনের কভার পাওয়া যায়। তাপ ধরে রাখে ফোনের কভার। অনেক সময় ফোন চার্জ করলে ফোন গরম হয়ে যায়। এই জন্য ক্ষতি হতে পারে ফোনের ব্যাটারির। আইফোন, অ্যাপল ওয়াচ সাধারণত ০ থেকে ৩৫ডিগ্রি সেলসিয়াসে ভাল কাজ করতে পারে। এই অবস্থায় ফোনে কভার থাকলে,তাপমাত্রায় বেশি বেড়ে যায়। ফোনে ব্যাটারির খারাপ হতে পারে। ফোনের কভার থাকা অবস্থায়, ৫ ওয়াট চার্জার দিয়ে ফোন চার্জ করলে,ফোনের তাপমাত্রা ঠিক থাকে। ফোনে সিলিকন কেস ব্যবহার করলে, ফোন কম গরম হয়। ফোনে রাবারের কেস ব্যবহার করলে,বেশি তাড়াতাড়ি গরম হয়।