Rajma Chawal Recipe: কীভাবে বানাবেন রাজমা চাওল
উত্তর ভারতের পছন্দের পদ রাজমা চাওল। রইল তারই সহজ পদ্ধতি। রাজমা ১ কাপ, দারচিনি ১টি বড়, বড় এলাচ ২টি, তেজপাতা ১টি। তেল ২ চামচ, গোটা জিরে ১ চামচ, পেঁয়াজ ১টি মাঝারি, আদা রসুন বাটা ১ চামচ, টমেটো ২টি। নুন আন্দাজ মতো। হলুদ, লঙ্কা, কাশ্মীরী লঙ্কার গুঁড়ো ১ চামচ করে। ধনে গুঁড়ো ২ চামচ, কসৌরি মেথি ১ চামচ, ধনে পাতা অল্প। তেল আলাদা হলে সেদ্ধ হওয়া রাজমা দিন। কষতে থাকুন। জল দিয়ে ভাল করে ফোটান। তেল ভেসে উঠলে গরম মশলা গুঁড়ো ও ধনে পাটা কুঁচি দিয়ে নামান। ভাত কিংবা জিরা রাইসের সঙ্গে দুর্দান্ত খেতে এই রাজমা।
উত্তর ভারতের পছন্দের পদ রাজমা চাওল। আপনার বাড়িতে কীভাবে বানাবেন এই রেসিপি। রইল তারই সহজ পদ্ধতি। কী কী লাগবে? রাজমা ১ কাপ, দারচিনি ১টি বড়, বড় এলাচ ২টি, তেজপাতা ১টি। তেল ২ চামচ, গোটা জিরে ১ চামচ, পেঁয়াজ ১টি মাঝারি, আদা রসুন বাটা ১ চামচ, টমেটো ২টি। নুন আন্দাজ মতো। হলুদ, লঙ্কা, কাশ্মীরী লঙ্কার গুঁড়ো ১ চামচ করে। ধনে গুঁড়ো ২ চামচ, কসৌরি মেথি ১ চামচ, ধনে পাতা অল্প। ৫-৬ ঘণ্টা রাজমা জলে ভেজান। রান্নার সময়ে ভাল করে ধুয়ে নিন। কুকারে জলে রাজমা, দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে ৪-৫টি সিটি দিন। কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিন। তাতে পেঁয়াজ কুঁচি দিন। পেঁয়াজ ভাজা হলে আদা-রসুন বাটা দিন। তারপর টমেটো কুঁচি দিন। এই সময়ে অল্প নুন দেবেন। এরপর মিশ্রণটি ঠাণ্ডা করে বেটে নিন। কড়ায় তেল গরম করে হলুদ, ধনে, লঙ্কা, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো ও কসৌরি মেথি দিয়ে নাড়ুন। পেঁয়াজ বাটা দিয়ে কষাতে থাকুন। তেল আলাদা হলে সেদ্ধ হওয়া রাজমা দিন। কষতে থাকুন। জল দিয়ে ভাল করে ফোটান। তেল ভেসে উঠলে গরম মশলা গুঁড়ো ও ধনে পাটা কুঁচি দিয়ে নামান। ভাত কিংবা জিরা রাইসের সঙ্গে দুর্দান্ত খেতে এই রাজমা।