Tips To Remove Fish Bad Smell: মাছের গন্ধ দূর করুন এভাবে
আলু কেটে নুন দিয়ে অল্প নুন মাখিয়ে যেখানে মাছ রাখেন সেখানে রাখুন। মাছের গন্ধ দূর হবে। দুধ দিয়ে মাছ ধুয়ে নিলেও দুর্গন্ধ দূর হয়। লেবুর রস সাবানে মিশিয়ে মাছ রাখার পাত্র ধুয়ে নিন। মাছ রাখার পাত্র লেবুর খোসা দিয়ে রগড়ে নিলেও দুর্গন্ধ দূর হয়।
Latest Videos