Spectacles Mark: চশমার কালো দাগ তোলার সহজ উপায়
সারাক্ষণ চোখে চশমা পরে থাকায় চোখের দুপাশে নাকের ওপরে চাপ পড়ে। দীর্ঘদিন চোখে চশমা পরার ফলে নাকের দুপাশে গাঢ় দাগ পড়ে। এর ফলে অনেকেই সবার সামনে চশমা খুলতে লজ্জা পান।
চশমার কালো দাগ তোলার সহজ উপায়। এখন সবার চোখে চশমা। সারাক্ষণ চোখে চশমা পরে থাকায় চোখের দুপাশে নাকের ওপরে চাপ পড়ে। দীর্ঘদিন চোখে চশমা পরার ফলে নাকের দুপাশে গাঢ় দাগ পড়ে। এর ফলে অনেকেই সবার সামনে চশমা খুলতে লজ্জা পান। এই দাগ দুর করার ঘরোয়া কিছু উপায় থাকল এই ভিডিয়োয়। নাকের কালো দাগের ওপরে আলু থেঁতো করে সেই রস লাগান। ১০ থেকে ১৫ মিনিটের পরে জল দিয়ে ধুয়ে ফেলুন। ঘৃতকুমারী বা অ্যালোভেরার জেল নাকের কালো দাগে লাগান। কিছুক্ষণ পরে তা ধুয়ে ফেলুন। কয়েক ফোঁটা মধু নাকের কালো দাগে লাগান। এতে কালো ছোপ দূর হবে। শসার রস কালো ছোপ তুলতে সাহায্য করে। কাঠবাদামের তেল নাকের দাগ তুলতে সাহায্য করে। ঘুমোনোর আগে নাকে লাগান এই তেল।