How To Maintain Cotton Cloths: সুতির পোশাকের যত্ন নেবেন কীভাবে?

How To Maintain Cotton Cloths: সুতির পোশাকের যত্ন নেবেন কীভাবে?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 25, 2023 | 2:54 PM

সুতির পোশাক যদি সাদা বা কোনও হালকা রঙের হয়,তাহলে সেটা আরও আরামদায়ক। সুতির যে পোশাকগুলো পাতলা হয়,সেগুলো যত্নের সঙ্গে রাখতে হয়। খুব বেশি ঘষে বা আছাড় মেরে কাচলে ছিঁড়ে যেতে পারে। প্রথমে ঠান্ডা জলে লিক্যুইড সাবান গুলে সুতির পোশাকগুলো ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা পর থুপে কেচে নিন কিংবা ওয়াশিং মেশিন দিয়ে কেচে ফেলুন

গ্রীষ্মকাল মানেই সুতির পোশাক। চাঁদিফাটা রোদে আর চ্যাটচ্যাটে ঘাম গায়ে সুতির পোশাকই আরামদায়ক। সেই সুতির পোশাক যদি সাদা বা কোনও হালকা রঙের হয়,তাহলে সেটা আরও আরামদায়ক। সুতির যে পোশাকগুলো পাতলা হয়,সেগুলো যত্নের সঙ্গে রাখতে হয়। খুব বেশি ঘষে বা আছাড় মেরে কাচলে ছিঁড়ে যেতে পারে। প্রথমে ঠান্ডা জলে লিক্যুইড সাবান গুলে সুতির পোশাকগুলো ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা পর থুপে কেচে নিন কিংবা ওয়াশিং মেশিন দিয়ে কেচে ফেলুন। সুতির পোশাক একদিন পরে কেচে ফেলতে পারেন। খুব বেশি নোংরা করবেন না। এতে দাগ বসে যাবে এবং চেপে কাচলে ফ্র্যাবিক নষ্ট হয়ে যাবে। সুতির পোশাক ভাল রাখতে কাচার পর মাড় দিন। ব্যস্ত জীবনযাত্রার মধ্যে অনেকেই এই মাড় দেওয়ার ধাপটি এড়িয়ে যান। কিন্তু মা-ঠাকুমারা আজও সুতির বস্ত্র কাচার পর মাড় দেন। মাড় দিলে বেশি জোরে কাপড় নিংড়াবেন না। জল ঝরিয়ে শুকনো করতে দিন। সরাসরি সূর্যালোকে পোশাক দিলে তার রং নষ্ট হয়ে যেতে পারে। সবসময় হালকা রোদে কিংবা ছায়ায় ও হাওয়ায় পোশাক শুকনো করতে দিন। এতে আপনার পোশাকের রং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। খুব টানটান করে কাপড় মেলবেন না। সুতির পোশাক সবসময় এক সাইজ বড় কিনুন। সুতির কাপড় কাচার পর তা একটু ছোট হয়ে যায়। সুতির পোশাক আলমারিতে রাখার সময় ছোট টোটকা মেনে চলুন। আরমারির তাকে কালোজিরে আর শুকনো লঙ্কা সাদা কাপড়ে পুটুলি বেঁধে রেখে দিন। এতে আপনার সুতির পোশাক ভাল থাকবে।