Fake Cosmatics: নকল কাজল বুঝবেন কীভাবে

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 14, 2023 | 2:36 PM

ভেজাল এখন সারা দেশেই। নকল কসমেটিক্স শরীরের জন্য একেবারেই ভাল নয়। কাজল বা লিপস্টিক নকল কিনা তা বোঝা যাবে প্যাকেজিং দেখলেই। ফন্ট, সাইজ এবং রং মিলিয়ে নিন। এছাড়াও নকল পণ্যের ওজনও কম থাকে। হাতে ধরে দেখলে যদি হালকা মনে হয় তাহলে একেবারেই নেবেন না। দোকানে দাঁড়িয়ে প্রোডাক্টের ওজন মাপা অদ্ভুত মনে হতে পারে।

ভেজাল এখন সারা দেশেই। নকল কসমেটিক্স শরীরের জন্য একেবারেই ভাল নয়। কাজল বা লিপস্টিক নকল কিনা তা বোঝা যাবে প্যাকেজিং দেখলেই। ফন্ট, সাইজ এবং রং মিলিয়ে নিন। এছাড়াও নকল পণ্যের ওজনও কম থাকে। হাতে ধরে দেখলে যদি হালকা মনে হয় তাহলে একেবারেই নেবেন না। দোকানে দাঁড়িয়ে প্রোডাক্টের ওজন মাপা অদ্ভুত মনে হতে পারে। ওজন মেপে দেখে নেওয়া জরুরি। প্রোডাক্টের গায়ে লেখা সিরিয়াল নম্বর, বার কোড এবং এক্সপায়ারি ডেট এসব ভাল করে দেখে নেবেন। প্যাকেটের গায়ে লেখা সিরিয়াল নম্বরের সঙ্গে প্রোডাক্টের গায়ে লেখা সিরিয়াল নম্বর ম্যাচ করে নিন। নকল প্রোডাক্টের বার কোডের প্রথম ৩টি ডিজিট উৎপাদনকারী দেশের বার কোডের সঙ্গে মেলে না। যেসব কসমেটিকস দামি ব্র্যান্ডের হয়, সেখানে ব্যবহারবিধি অন্তত ৩টি ভাষায় লেখা থাকে। নকল প্রোডাক্টের মধ্যে এমন কিছু রং থাকে যা আসল প্রোডাক্টের মধ্যে কিছুতেই আসে না। যদি মাশকারা কেনেন,তার মধ্যে যদি হালকা সুগন্ধ থাকলে সেটি আসল। নকলের মধ্যে কোনও রকম গন্ধ থাকে না। লিপস্টিক আসল হলে, তার ক্রিমি টেক্সচার থাকে। নকল হলে লিপস্টিক পাতলা হয় ও তাড়াতাড়ি শুকনো হয়ে যায়।