Basurhat Crine News: ভাত দিতে দেরি করায়...

Basurhat Crine News: ভাত দিতে দেরি করায়…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 26, 2023 | 5:58 PM

বসিরহাটের স্বরূপনগর থানার তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দামাটি গ্রামের ঘটনা। বছর ৬০ এর সাত্তার মোল্লা পেশায় কৃষক। চাষ করে জমি থেকে বাড়ি ফিরে স্ত্রী বছর ৫৫ এর তোহারা বিবির কাছে ভাত চায় সে। সেই ভাত দিতে দেরি হওয়ায় বচসা বাঁধে দু'জনের মধ‍্যে।

বসিরহাটের স্বরূপনগর থানার তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দামাটি গ্রামের ঘটনা। বছর ৬০ এর সাত্তার মোল্লা পেশায় কৃষক। চাষ করে জমি থেকে বাড়ি ফিরে স্ত্রী বছর ৫৫ এর তোহারা বিবির কাছে ভাত চায় সে। সেই ভাত দিতে দেরি হওয়ায় বচসা বাঁধে দু’জনের মধ‍্যে। তারপর পাটের দড়ি দিয়ে স্ত্রীকে বেঁধে বটি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে স্বামী। স্থানীয় বাসিন্দারা এই খবর জানতে পেরে রক্তাক্ত অবস্থায় তোহারাকে উদ্ধার করে প্রথমে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার অবনতি হওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে ওই গৃহবধূর মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। সাত্তার মোল্লার বিরুদ্ধে এর আগেও স্ত্রীকে মারধরের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে স্বরূপনগর থানার পুলিশ স্বামী সাত্তার মোল্লাকে গ্রেফতার করেছে।

ধৃতকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। প্রশ্ন উঠছে, শুধুই কি ভাত দিতে দেরি হওয়ায় এই ঘটনা? না এর পিছনে অন্য কোন কারণ আছে? সবটাই তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।