Ketugram News Update: স্ত্রীর হাত কেটে ফেরার, পুলিশের জালে রেণুর স্বামী শেখ মহম্মদ
রেণুর শ্বশুর সিরাজ শেখ ও শাশুড়ি মেহেরনিকা বিবিকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার ৪৮ ঘণ্টা ফেরার থাকা শের মহম্মদ শেখ।
পূর্ব বর্ধমান: কেতুগ্রামের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত শের মহম্মদ শেখ। স্ত্রীর হাত কেটে ৪৮ ঘণ্টা নিজেকে লুকিয়ে রেখেও শেষ রক্ষা হল না। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার সীমানাবর্তী অঞ্চল থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
রেণু খাতুন, বেসরকারি হাসপাতালের নার্স। সম্প্রতি সরকারি চাকরি পান। স্ত্রী সরকারি চাকরি পেয়ে তাকে ছেড়ে যাবে, এই আশঙ্কা থেকেই পরিকল্পনা করে রেণুর উপর নারকীয় অত্যাচার চালায় শের মহম্মদ। একেবারে সঙ্গীসাথী নিয়ে এসে কেটে দেয় স্ত্রীর হাত। এই ঘটনায় রেণুর শ্বশুর সিরাজ শেখ ও শাশুড়ি মেহেরনিকা বিবিকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার ৪৮ ঘণ্টা ফেরার থাকা শের মহম্মদ শেখ।
পূর্ব বর্ধমান জেলা প্রশাসন জানিয়েছে,”অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। মঙ্গলবার সকালেই রেণু খাতুনের শ্বশুর সিরাজ শেখ এবং শাশুড়ি মেহেরনিকা বিবিকে কেতুগ্রাম থেকে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত রেণুর স্বামী, শের মহম্মদ শেখকে পূর্ব বর্ধমানের সীমানা থেকে গ্রেপ্তার করা হয়।” আরও দুই অপরাধীর বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে, তাদেরকেও দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেয় পূর্ব বর্ধমান পুলিশ।
অভিযুক্তদের গ্রেফতারের ঘটনায় খুশি রেণুর পরিবার। কিন্তু মেয়েকে আবার শ্বশুরবাড়ি পাঠানোর প্রশ্নে আঁতকে উঠছেন তাঁরা। রেণুর বাবা বলেন, “কোনও প্রশ্নই ওঠে না। সরকারি চাকরি পেয়েছে শুনে হাত কেটে নিয়েছে তারা, এবার পাঠালে তো প্রাণেই মেরে ফেলবে।” অভিযুক্তরা গ্রেফতার হয়েছে শুনে খুশি রেণুও। তবে তাঁর সদ্য পাওয়া সরকারী চাকরি থাকবে কি না সেই নিয়ে ধন্ধে রয়েছেন রেণু।
উল্লেখ্য, রেণু খাতুনের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার পর তাঁর পাশে দাঁড়িয়েছে বিভিন্ন মহল। নার্সেস ইউনিটির সম্পাদিকা ভাস্বতী মুখোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, রেণু খাতুন কাজে যোগ দিলে নার্সেস ইউনিটি সর্বতোভাবে তাঁর পাশে থাকবে। রেণু যাতে চাকরি পায়, সেই দাবিও জানাচ্ছে নার্সেস ইউনিটি।