Argentina inflation: ভয়াবহ আর্থিক সঙ্কটে মেসিদের দেশ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 18, 2023 | 5:38 PM

ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নদের দেশের শোচনীয় অবস্থা। চরম মুদ্রাস্ফীতির সঙ্গে লড়ছে মারাদোনা, মেসিদের মাতৃভূমি। রেকর্ড ১০৪% মুদ্রাস্ফীতি এখন আর্জেন্টিনায়। মুদ্রাস্ফীতির প্রভাব বিশ্রী ভাবে পড়ছে সাধারণ জনজীবনে।

ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নদের দেশের শোচনীয় অবস্থা। চরম মুদ্রাস্ফীতির সঙ্গে লড়ছে মারাদোনা, মেসিদের মাতৃভূমি। রেকর্ড ১০৪% মুদ্রাস্ফীতি এখন আর্জেন্টিনায়। মুদ্রাস্ফীতির প্রভাব বিশ্রী ভাবে পড়ছে সাধারণ জনজীবনে। লাতিন আমেরিকার অন্যতম শস্য রপ্তানিকারক আর্জেন্টিনা। ২০২৩ এপ্রিলে আর্জেন্টিনার মূল্যবৃদ্ধি হয়েছে ৭।৫%। মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের বেতনে। মূল্য কমছে আর্জেন্টিনাবাসীর বেতনে। সাধারণ মানুষের ক্ষোভ ও হতাশা বাড়ছে সরকারের প্রতি। বর্তমানে প্রতি ৪ জন আর্জেন্টিনীয়র মধ্যে ১ জন দারিদ্র সীমার নিচে চলে গেছেন। আর্জেন্টিনা ১৯০০র শুরুর দিকেও দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ ছিল। শেষ ক’দশক আর্থিক সংকট, মুদ্রাস্ফীতি আর বৈদেশিক ঋণের লাগাতার নাগপাশে খারাপ অবস্থা আর্জেন্টিনার। আইএমএফের কাছে আর্জেন্টিনার ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ। ক্রমাগত দাম পড়ছে আর্জেন্টিনার মুদ্রা পেসোর। ২০২৩ এপ্রিলে ১ মার্কিন ডলার ৫০০ পেসোর কাছাকাছি পড়ে যায়। এখনও ১ ডলার ২৩০ পেসোর আশেপাশে ঘুরছে। পেসোর এই মূল্য পতন আইএমএফের ঋণ চুক্তিতে প্রভাব ফেলবে কি? বিশ্ব বাজারের বিশেষজ্ঞদের ধারনা এই বছরই ১৩০% এর কাছে পৌঁছতে পারে মেসিদের দেশের মুদ্রাস্ফীতি।