ICDS Centre in Ghatal: ভেঙে পড়া ছাউনির তলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র

ICDS Centre in Ghatal: ভেঙে পড়া ছাউনির তলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 14, 2023 | 11:31 AM

নেই পানীয় জলের ব্যবস্থা , নেই বিদ্যুৎ সংযোগ, ভেঙে পড়ছে বাড়ির ছাউনি, অ্যাসবেসটারের ছাউনির উপর ত্রিপল ঢেকে চলছে পড়াশোনা এমনই বেহাল দশা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের, নজর নেই প্রশাসনের।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লকের ডিহি চেতুয়া ১১১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। রাজ্যে একাধিকবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি, আরশোলা, সাপ পড়ার ঘটনা ঘটছে, তারই মাঝে একটি বেহাল অঙ্গনারী কেন্দ্রের ছবি ধরা পরল আমাদের ক্যামেরায়। স্থানীয় মানুষের অভিযোগ যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। অঙ্গনারীর কেন্দ্রের কর্মীরা ও স্বীকার করেছেন সেই কথা। আই সি ডি এস সেন্টারের কর্মীদের দাবি একাধিকবার প্রশাসনে জানিও কোন সুরাহা মেলেনি।দাসপুর এক নম্বর ব্লকের ডিহিতেতুয়া ১১১ নম্বর আইসিডিএস সেন্টারে ১২০ জন পড়ুয়া রয়েছে, এলাকার গর্ভবতী মহিলাদের ও খাবার যাই এই সেন্টার থেকে। অভিযোগ বিদ্যুৎ সংযোগ না থাকাই প্রচন্ড গরমের মধ্যে বাচ্চাদেরকে পড়াশোনার করতে হয়,, পানীয় জলের ব্যবস্থা নেই, সেন্টারের ছাউনি ভগ্নপ্রায় অবস্থা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই চরম আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ থেকে আই সি ডি এস সেন্টারের কর্মীরা। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন সেন্টারটির পরিস্থিতি আমি সিডিপিওর কাছে দ্রুত জানতে চেয়েছি, কিভাবে পরিকাঠামো উন্নয়ন করা যায় তার ব্যবস্থা নেয়া হবে।

Published on: May 14, 2023 09:59 AM