Alia Bhatt: জোকার আলিয়া?
আলিয়া ভাটকে দেখা গিয়েছে রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবির ট্রেলারে। তিনি মা হওয়ার পর বড় পর্দায় প্রথম ধরা দিয়েছেন। মা হওয়ার পর তাঁর শরীরে কোন পরিবর্তন দেখতে পাবেন না। আলিয়া ভাট এই ছবি নিয়ে একটি সাক্ষাৎকারে বেশ কিছু কথা বলেন। আলিয়া হাসি মুখে বলেন, তিনি রাজি আছেন ‘জোকার’হতেও।
আলিয়া ভাটকে দেখা গিয়েছে রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবির ট্রেলারে। তিনি মা হওয়ার পর বড় পর্দায় প্রথম ধরা দিয়েছেন। মা হওয়ার পর তাঁর শরীরে কোন পরিবর্তন দেখতে পাবেন না। আলিয়া ভাট এই ছবি নিয়ে একটি সাক্ষাৎকারে বেশ কিছু কথা বলেন। একজন তাঁকে এই প্রজন্মের অনুপ্রেরণা বলেছিলেন। তখন আলিয়া হাসি মুখে বলেন, তিনি রাজি আছেন ‘জোকার’হতেও। আলিয়া শেয়ার করেছেন সিনেমার শুটিং-এর অভিজ্ঞতা । তিনি জানান, তিনি চেষ্টা করেন ঠিক সময়ে কাজ শেষ করতে। কাজের পর সন্তানকে সময় দেন। তাঁর মেয়ের নাম রাহা। আলিয়া যখন শুটিংয়ের কাজে ব্যস্ত থাকেন, তখন তাঁর মা ও দিদি রাহাকে সামলাতেন। আলিয়া শুটিংয়ের কাজে তাঁর মেয়েকে নিয়ে গিয়েছিলেন । তিনি তাঁর মেয়েকে সব সময় আগলে রাখতে চান। কাশ্মীরের সৌন্দর্য তাঁর মেয়েকে দেখাচ্ছেন আলিয়া । তিনি এখন অনেক সিনেমার কাজে ব্যস্ত। আলিয়া কিছুটা বিরতি নিয়েছেন কাজ থেকে। পরিবারকে সময় দিতে চান তিনি। তারপর আবার কাজে ফিরবেন আলিয়া। রণবীরও পরিবারকে সময় দিচ্ছেন।