Team India: ফাইনালে উঠতে ৯৭০০ কিমি পাড়ি দেবে ভারত
নিজের দেশে বিশ্বকাপ অথচ ম্যাচ খেলতে টিম ইন্ডিয়াকে ট্র্যাভেল করতে হবে ৯৭০০ কিমি। ৪২ দিনে ১১টি ম্যাচ খেলবে ভারত। লিগের ৯টি ম্যাচ খেলতে ৮৪০০ কিমি পাড়ি দেবে ভারত। সেমি ফাইনাল ও ফাইনালে উঠলে মোট ৯৭০০ কিমি পাড়ি দিতে হবে।
নিজের দেশে বিশ্বকাপ অথচ ম্যাচ খেলতে টিম ইন্ডিয়াকে ট্র্যাভেল করতে হবে ৯৭০০ কিমি। ৪২ দিনে ১১টি ম্যাচ খেলবে ভারত। লিগের ৯টি ম্যাচ খেলতে ৮৪০০ কিমি পাড়ি দেবে ভারত। সেমি ফাইনাল ও ফাইনালে উঠলে মোট ৯৭০০ কিমি পাড়ি দিতে হবে। লিগ পর্বে ৩৪ দিনে ট্র্যাভেল ৮৪০০ কিমি। প্রথম ম্যাচ চেন্নাইয়ে। দ্বিতীয় ম্যাচ দিল্লি। চেন্নাই থেকে দিল্লির দূরত্ব ১৭৬১ কিমি। তারপরের ম্যাচ আমেদাবাদ। দিল্লি থেকে আমেদাবাদের দূরত্ব ৭৭৫ কিমি। এরপর পুনেতে ম্যাচ। আমেদাবাদ থেকে পুনে ৫১৬ কিমি। পুনের পর ম্যাচ ধরমশালায় দূরত্ব ১৯৩৬ কিমি। ধরমশালায় খেলে টিম ইন্ডিয়ার গন্তব্য লখনউ। দূরত্ব ৭৪৮ কিমি। লখনউয়ের পর ম্যাচ মুম্বইয়ে। দূরত্ব ১১৯০ কিমি। তারপরের ম্যাচ কলকাতায়। দূরত্ব ১৬৫২ কিমি। কলকাতা থেকে বেঙ্গালুরু দূরত্ব ১৫৪৪ কিমি। বেশির ভাগ দল একই শহরে খেলবে অন্তত ২ টি ম্যাচ। কিন্তু মেন ইন ব্লু ‘ভারত ভ্রমণ’ করবেন তাঁদের চার্টার্ড ফ্লাইটে। তাই অনুশীলন বেশিরভাগই হবে অপশানাল।