Babar Azam Birthday: ক্যাপ্টেনের জন্মদিনে জয় কি আসবে?
ওয়ান ডে বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ১৫ অক্টোবর ভারত পাকিস্তান মুখোমুখি ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে।
ওয়ান ডে বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ১৫ অক্টোবর ভারত পাকিস্তান মুখোমুখি ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে। ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ওই দিন আবার পাক অধিনায়ক বাবর আজমের। ‘ক্যাপ্টেনস লাক’ কি জয়ের খরা কাটাবে পাকিস্তানের? পাক অধিনায়কের জন্ম ১৫ অক্টোবর,১৯৯৪ লাহোরে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মার ছেলেদের মুখোমুখি হবার দিনে বাবরের বয়স হবে ২৯। ক্যাপ্টেনকে জয় উপহার দিয়ে জন্মদিন স্মরণীয় করতে চাইবেন শাহিন আফ্রিদিরা। অন্য দিকে নিজেদের রেকর্ড অক্ষুণ্ণ রাখতে চাইবে মেন ইন ব্লু। আমেদাবাদের ড্রেসিং রুমে ক্যা হাসবে শেষ হাসি তা বলবে সময়। ২০২২ এ ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে অজিদের সামলেছেন বাবর। এই বিশ্বকাপে ৫ নভেম্বর ভারত দঃ আফ্রিকা ম্যাচ। সেই দিন ৩৪ বছরের জন্মদিন বিরাট কোহলির। তিনিও জন্মদিনে দেশকে জয় উপহার দিতে চাইবেন।