Indian Airlines News: চরম সংকটে বিমান পরিষেবা
অনেক মানুষই বিমান পরিষেবা পছন্দ করেন। দেশের প্রায় সব জায়গাতেই বিমান পরিষেবা চালু আছে। এই পরিষেবার জন্য যাত্রীসংখ্যা ক্রমশ বাড়ছে বিমানে। অনেক বিমান সংস্থা নতুন করে বিমানের অর্ডার দিয়েছে। বিমান সংস্থার আশা তাদের যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু আবার নিজেদের দেউলিয়া ঘোষণা করে অনেক ভারতীয় বিমান সংস্থা।
অনেক মানুষই বিমান পরিষেবা পছন্দ করেন। দেশের প্রায় সব জায়গাতেই বিমান পরিষেবা চালু আছে। এই পরিষেবার জন্য যাত্রীসংখ্যা ক্রমশ বাড়ছে বিমানে। অনেক বিমান সংস্থা নতুন করে বিমানের অর্ডার দিয়েছে। বিমান সংস্থার আশা তাদের যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। এয়ারবাস থেকে একাধিক বিমানের অর্ডার করা হয়েছে। একাধিক বিমান অর্ডার করেছে মার্কিন বিমান নির্মান সংস্থা বোইং। কিন্তু নিজেদের দেউলিয়া ঘোষণা করে অনেক ভারতীয় বিমান সংস্থা। তারা ব্যবসা বন্ধও করেছে অনেকে। বিমান বন্ধের জন্য বিমানের ভাড়া অনেকটাই দায়ী। অনেক বিমান সংস্থা যাত্রীদের সুবিধা দিতে ভাড়া কম রাখেন। কিন্তু বিমানের জ্বালানির উপর ৩০% কর দিতে হয়। একের পর এক বিমান সংস্থা নিজেদের দেউলিয়া ঘোষণা করছে। জেট এয়ারওয়েজ,গো ফার্স্টের দেউলিয়া ঘোষণা করছে। বিমান সংস্থার জ্বালানির জন্য অনেক টাকা খরচ হয়। বড় বিমান সংস্থাগুলো ভাড়া কমিয়ে, ক্ষতির মুখে পরে। বিমান সংস্থাগুলোর এই ক্ষতির জন্য মহামারী অনেকটাই দায়ী।
#IndianAirlines | #India | #Airlines