India Bike Company: বিদেশের মাটিতে ভারতীয় বাইকের জয়জয়কার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 19, 2023 | 11:48 AM

ভারতীয় দুচাকার বাহনের জয়জয়কার বিষবের বাজারে। আগে এই বাজারে বড় খেলোয়াড় ছিল চিন। ভারতীয় বাইক কোম্পানির বাড়বাড়ন্তে এখন ব্যবসা গুটিয়েছে চিনের বাইক প্রস্তুতকারক সংস্থা গুলি। চিনের ১৬০টি ব্র্যান্ডকে পিছনে ফেলে এগিয়ে বাজাজ ও টিভিএস বাইক।

ভারতীয় দুচাকার বাহনের জয়জয়কার বিষবের বাজারে। আগে এই বাজারে বড় খেলোয়াড় ছিল চিন। ভারতীয় বাইক কোম্পানির বাড়বাড়ন্তে এখন ব্যবসা গুটিয়েছে চিনের বাইক প্রস্তুতকারক সংস্থা গুলি। চিনের ১৬০টি ব্র্যান্ডকে পিছনে ফেলে এগিয়ে বাজাজ ও টিভিএস বাইক। দুনিয়ার ৯০টি দেশে বাইক বিক্রি করে বাজাজ। এর মধ্যে আফ্রিকার ৫০% দেশ, লাতিন আমেরিকার ২০% দেশ, দক্ষিণ ও মধ্য এশিয়ার ১০% দেশ। একটি তথ্য অনুযায়ী দেশে যে পরিমাণ বাজাজের বাইক বিক্রি হয় তার চেয়ে বেশি রফতানি করে বাজাজ। দুনিয়ার ৮০টি দেশে বাইক বিক্রি করে টিভিএস। আফ্রিকা, ইউরোপ, মধ্য ও দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় টিভিএদের বাজার। TVS NEO, TVS HLX আর TVS Raider বিদেশে জনপ্রিয়। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, আমেরিকা আফ্রিকা ও এশিয়ার দেশ গুলোয় হিরোর রফতানি বৃদ্ধি হয়েছে ৭১%। এক বছরে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ স্পর্শ করেছে ২ লক্ষ ইউনিট বিক্রির মাইলস্টোন। ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকায় ব্যপক জনপ্রিয় রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০।