Rohit Sharma’s Property: ক্যাপ্টেন রোহিতের সম্পদ!
ক্রিকেটার রোহিত শর্মার সম্পত্তির পরিমাণ ২১৪ কোটি টাকা। ভারত অধিনায়কের ক্রিকেট থেকে আয় ছাড়াও, বিজ্ঞাপন ও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেন। রোহিতের বিনিয়োগ আছে হেলথকেয়ার সংস্থা ভিরুট ওয়েলনেস সলিউশনসে। বিনিয়োগ আছে রোবট নির্মাণ সংস্থা র্যাপিডোবোটিকে।
ক্রিকেটার রোহিত শর্মার সম্পত্তির পরিমাণ ২১৪ কোটি টাকা। ভারত অধিনায়কের ক্রিকেট থেকে আয় ছাড়াও, বিজ্ঞাপন ও বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেন। রোহিতের বিনিয়োগ আছে হেলথকেয়ার সংস্থা ভিরুট ওয়েলনেস সলিউশনসে। বিনিয়োগ আছে রোবট নির্মাণ সংস্থা র্যাপিডোবোটিকে। বিনিয়োগ করেছেন ডিজিটাল আর্ট সেক্টরেও। রোহিতের বিজ্ঞাপন ব্র্যান্ড – অ্যাডিডাস, রসনা, জিও সিনেমা,ম্যাক্স,হুবলোট, নিসান, সিয়ট, শার্প। এছাড়াও বেশ কয়েকটি বিমা সংস্থার বিজ্ঞাপনের মুখ রোহিত। রোহিতের মুম্বইয়ের ওরলিতে যে বাড়ি, তার মূল্য ৩০ কোটি। ওরলির আট বিএইচকে ফ্ল্যাটে আসার আগে তিনি ছিলেন লোনাভলার বাড়িতে। তার দাম ৫.২৫ কোটি। রোহিতের গাড়ির সংগ্রহে আছে মার্সিডিজ বেঞ্জ GLS 350D, ল্যাম্বরগিনি ইউরাস আর হায়াবুসার বাইক। গ্যারাজের গাড়ির দাম প্রায় ৭ কোটি টাকা।