LIC Scheme: LIC বিমা রত্ন স্কিমে ৫ লক্ষ বিনিয়োগ করে পান ৫০ লক্ষ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 23, 2023 | 3:45 PM

পলিসি ধারকের ন্যূনতম ৫ লক্ষ টাকা নিশ্চিত করা উচিত। এই স্কিমে বিনিয়োগের সর্বনিম্ন বয়স হল ৯০ দিন যেখানে সর্বোচ্চ বয়স হল ৫৫ বছর। মাসিক,ত্রৈমাসিক,অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে কিস্তি পরিশোধ করতে পারবেন

Follow Us

LIC দ্বারা প্রদত্ত স্কিমগুলির মধ্যে একটি হল বিমা রত্ন পলিসি। এটি একটি নন-লিঙ্কড,নন-পার্টিসিপেটিং,ব্যক্তিগত সঞ্চয়কারী জীবন বিমা পলিসি যা বোনাস প্রদান করে। এই পলিসিতে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে ম্যাচিউরিটির সময় ৫০ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। পলিসি ধারকের ন্যূনতম ৫ লক্ষ টাকা নিশ্চিত করা উচিত। এই স্কিমে বিনিয়োগের সর্বনিম্ন বয়স হল ৯০ দিন যেখানে সর্বোচ্চ বয়স হল ৫৫ বছর। মাসিক,ত্রৈমাসিক,অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে কিস্তি পরিশোধ করতে পারবেন। পলিসির মেয়াদটি ১৫,২০ এবং ২৫ বছরের বিকল্পগুলিতে পাওয়া যায়। নির্বাচিত মেয়াদের উপর নির্ভর করে স্বল্প মেয়াদের জন্য প্রিমিয়াম পেমেন্ট করা হয়। বিনিয়োগকারীরা ১৫ বছরের মেয়াদের জন্য ১১ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। ২০ বছরের মেয়াদ বেছে নেওয়ার জন্য বিনিয়োগকারীদের ১৬ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। যারা ২৫ বছরের মেয়াদ বেছে নেবে তাদের প্রিমিয়াম দিতে হবে ২১ বছর। গ্রাহকরা ১৫ বছরের জন্য বিনিয়োগ করা ৫ লক্ষ টাকায় প্রায় ৯ লক্ষ টাকা আয় করতে পারেন। বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্ন মাসিক প্রিমিয়াম ৫ হাজার টাকা যা দিনে প্রায় ১৬৬ টাকা সঞ্চয়ের সমান।

LIC দ্বারা প্রদত্ত স্কিমগুলির মধ্যে একটি হল বিমা রত্ন পলিসি। এটি একটি নন-লিঙ্কড,নন-পার্টিসিপেটিং,ব্যক্তিগত সঞ্চয়কারী জীবন বিমা পলিসি যা বোনাস প্রদান করে। এই পলিসিতে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে ম্যাচিউরিটির সময় ৫০ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। পলিসি ধারকের ন্যূনতম ৫ লক্ষ টাকা নিশ্চিত করা উচিত। এই স্কিমে বিনিয়োগের সর্বনিম্ন বয়স হল ৯০ দিন যেখানে সর্বোচ্চ বয়স হল ৫৫ বছর। মাসিক,ত্রৈমাসিক,অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে কিস্তি পরিশোধ করতে পারবেন। পলিসির মেয়াদটি ১৫,২০ এবং ২৫ বছরের বিকল্পগুলিতে পাওয়া যায়। নির্বাচিত মেয়াদের উপর নির্ভর করে স্বল্প মেয়াদের জন্য প্রিমিয়াম পেমেন্ট করা হয়। বিনিয়োগকারীরা ১৫ বছরের মেয়াদের জন্য ১১ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। ২০ বছরের মেয়াদ বেছে নেওয়ার জন্য বিনিয়োগকারীদের ১৬ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে। যারা ২৫ বছরের মেয়াদ বেছে নেবে তাদের প্রিমিয়াম দিতে হবে ২১ বছর। গ্রাহকরা ১৫ বছরের জন্য বিনিয়োগ করা ৫ লক্ষ টাকায় প্রায় ৯ লক্ষ টাকা আয় করতে পারেন। বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্ন মাসিক প্রিমিয়াম ৫ হাজার টাকা যা দিনে প্রায় ১৬৬ টাকা সঞ্চয়ের সমান।

Next Video