Jhargram News: কল আছে, জল নেই দুরাবস্থা ঝাড়গ্রামে

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 01, 2023 | 5:14 PM

বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে PHE র মাধ্যমে গ্রামের প্রতিটি ঘরে বসানো হয়েছে নলবাহীত জলের কল। কিন্তু কল থাকলে কী হবে? বাস্তবে তীব্র এই গরমের মধ্যে কল থেকে পড়েনা প্রয়োজনীয় জল।

বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে PHE র মাধ্যমে গ্রামের প্রতিটি ঘরে বসানো হয়েছে নলবাহীত জলের কল। কিন্তু কল থাকলে কী হবে? বাস্তবে তীব্র এই গরমের মধ্যে কল থেকে পড়েনা প্রয়োজনীয় জল। পরিশ্রুত পানীয় জলের তীব্র সংকটে ভুগতে হচ্ছে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের পিড়াশিমূল গ্রামের বাসিন্দাদের। জানা গিয়েছে, এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাশের আলমপুর গ্রামে রয়েছে PHE-র জল সরবরাহকারী ট্যাঙ্ক।সেই ট্যাঙ্ক থেকে পাইপের মাধ্যমে পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের সঙ্গে পিড়াশিমূল গ্রামেও জল সরবরাহের ব্যবস্থা হয়। কিন্তু এই টুকুই পিড়াশিমূল গ্রামের বাসিন্দাদের অভিযোগ প্রথম থেকেই গ্রামে নিয়মিত পানীয় জল পৌঁছায় না।তার উপর শেষ কয়েকমাস ধরে একেবারেই জল পৌঁছায় না। তাই সমস্যায় ওই এলাকার বাসিন্দারা। পানীয় জলের সমস্যার কথা বার বার জল সরবরাহের দায়িত্বে থাকা ব্যক্তিদের জানালেও কোন সমাধান হয়নি।