Karan Johar Gossips: করণের শোয়ের প্রথম ঝলকেই তীব্র ট্রোল

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 05, 2023 | 6:38 PM

করণ জোহরের শো কফি উইথ করণের প্রথম ঝলক দেখা গেল। নিজের ইন্সটা প্রোফাইলে করণ লিখলেন প্রথমবার কফি উইথ করনের অন্দরমহলের এক ঝলক দেখুন। সঙ্গে একটি ভিডিয়ো।

করণ জোহরের শো কফি উইথ করণের প্রথম ঝলক দেখা গেল। নিজের ইন্সটা প্রোফাইলে করণ লিখলেন প্রথমবার কফি উইথ করনের অন্দরমহলের এক ঝলক দেখুন। সঙ্গে একটি ভিডিয়ো। পিয়ানোর তালে তালে পড়ছে হাতুড়ির ঘা। সেট তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে সাদা রংয়ের সোফা। লাল রঙের কফির কাপ তৈরি। অক্টোবরের শেষে শুরু কফি উইথ করণের সিজন ৮।

ভিডিয়ো পোস্ট হতেই নেটিজেনদের কমেন্টের ঝড়। কেউ লিখলেন কতবার যৌনতায় লিপ্ত হয়েছ তা নিয়ে আবার শুরু কথাবার্তা। কেউ বললেন কে কার সঙ্গে কতবার যৌন সম্পর্কে জড়িয়েছে তার চর্চা এই শো। কারও মতে আবার আলিয়া ভাট কে প্রচার করার প্ল্যাটফর্ম এই শো। সেই এক করন জোহর, একই স্টার কিড, এক কফি উইথ করণ। ট্রোলিং খুব সহজভাবে নেন করণ জোহর। নিজের সম্পর্কে ট্রোলের সমস্ত সূত্র নিজেই বলে দেন।