Lunar Dust: চাঁদে ধুলো দিয়েই রাস্তা ও বাড়ি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 05, 2023 | 6:55 PM

২০৪০ এর মধ্যে নাসা চাঁদে বাড়ি বানানোর পরিকল্পনা করেছে। আর এ কাজে ব্যবহার করা হবে চাঁদের মাটি ও ধুলো। এ বিষয়ে একদল বিজ্ঞানী ইতিমধ্যেই গবেষণা শুরু করেছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন চাঁদে কেবল বাড়িই নয় রাস্তাও তৈরি করা সম্ভব। সূর্যের আলো বড় লেন্স দিয়ে কেন্দ্রীভূত করে তৈরি হবে ল্যান্ডিং প্যাড।

২০৪০ এর মধ্যে নাসা চাঁদে বাড়ি বানানোর পরিকল্পনা করেছে। আর এ কাজে ব্যবহার করা হবে চাঁদের মাটি ও ধুলো। এ বিষয়ে একদল বিজ্ঞানী ইতিমধ্যেই গবেষণা শুরু করেছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন চাঁদে কেবল বাড়িই নয় রাস্তাও তৈরি করা সম্ভব। সূর্যের আলো বড় লেন্স দিয়ে কেন্দ্রীভূত করে তৈরি হবে ল্যান্ডিং প্যাড। চাঁদে আগ্নেয় শিলা মহাজাগতিক বিকিরণে লক্ষ লক্ষ বছর ধরে গুঁড়ো হয়েছে।

যদিও সূর্যালোক প্রতিফলিত হয়ে চাঁদকে সাদা দেখায়। চাঁদের মাটি আসলে গাঢ় ধূসর। পৃথিবীতে ভুমিক্ষয় করে জল ও বাতাস। চাঁদে বাতাস নেই তাই এখানকার ধুলো তীক্ষ্ণ প্রান্ত যুক্ত সুচালো। চাঁদের ধুলো বৈদ্যুতিক চার্জযুক্ত ও আঠালো। তবে এই ধুলো মহাকাশচারীদের ফুসফুসে গেলে ক্ষতির সম্ভাবনা আছে। এই ধুলোতে স্পেসসুট ও ল্যান্ডারের ক্ষতি হতে পারে। এই রাস্তা তৈরি হলে চাঁদে ল্যান্ডারের চলাচল সুবিধা জনক হবে।