Kartik Aaryan Gossip: কার্তিক আরিয়ানের যোগ্য মেয়ে

Kartik Aaryan Gossip: কার্তিক আরিয়ানের যোগ্য মেয়ে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 19, 2023 | 7:45 PM

বলিউডের শাহজাদা কার্তিক আরিয়ান। অভিনেত্রী সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর সবার সঙ্গেই কার্তিক আরিয়ানের নাম জড়িয়েছে। কার্তিক আরিয়ান 'ফ্রেডি' ছবির জন্য সম্প্রতি ওটিটি অ্যাওয়ার্ড পেয়েছেন।

বলিউডের শাহজাদা কার্তিক আরিয়ান। অভিনেত্রী সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর সবার সঙ্গেই কার্তিক আরিয়ানের নাম জড়িয়েছে। কার্তিক আরিয়ান ‘ফ্রেডি’ ছবির জন্য সম্প্রতি ওটিটি অ্যাওয়ার্ড পেয়েছেন। কার্তিক আরিয়ানের মহিলা অনুরাগীর সংখ্যাও নেহাতই কম্ম নয়। সেই অনুরাগীরা কার্তিকের বাড়ির সামনে ভিড় জমান তাঁকে একবার চোখের দেখা দেখতে।

তাঁদের নিরাশ করেন না শাহাজাদা কার্তিক আরিয়ান। শাহাজাদা কার্তিক আরিয়ান বাড়ির বাইরে এসে অনুরাগীদের সঙ্গে দেখা করে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহাজাদা কার্তিক আরিয়ানকে জানতে চাওয়া হয় কেমন ধরনের মেয়ে পছন্দ তাঁর। কেমন মেয়ে পেলে সেই মেয়ের প্রেমে মজবেন বলিউডের শাহজাদা কার্তিক আরিয়ান? মৃদু হেসে কার্তিক আরিয়ান জানান প্রিয়াঙ্কা চোপড়া ও করিনা কাপুর খানের মতো গুনসম্পন্ন মেয়ে তাঁর পছন্দ।