Movie on Sidhu Moose Wala: মুজওয়ালা হত্যাকাণ্ড বড় পর্দায়
Movie on Sidhu Moose Wala: বহু ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শেফালী শাহ। ‘দিল্লি ক্রাইম ২’ সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারে মনোনীত হয়েছেন তিনি। বহু ফিল্মের পুরস্কার তাঁর দেওয়াল জুড়ে আলো করে আছে।
বহু ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শেফালী শাহ। ‘দিল্লি ক্রাইম ২’ সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারে মনোনীত হয়েছেন তিনি। বহু ফিল্মের পুরস্কার তাঁর দেওয়াল জুড়ে আলো করে আছে।
তবু তাঁর আক্ষেপ পুরস্কার জুটলেও কাজ তেমন জোটে না। ‘ওয়াক্ত দ্যা রেস অ্যাগেনস্ট টাইম’ ছবিতে অক্ষয় কুমারের মায়ের ভূমিকায় ছিলেন তিনি। সেই ছবিতে ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া। কথা প্রসঙ্গে শেফালি বলেন আর কোনও দিন অক্ষয়ের মায়ের চরিত্রে অভিনয় করব না। শুধু মায়ের চরিত্রই নন অনেক বোল্ড, সাহসী চরিত্রেও দেখা গেছে এই অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ‘দ্য কেরালা স্টোরি’র জন্য ট্রোলড হতে হয় তাঁকে। শেফালির ওপর শৈশবে ঘটে যায় একটি হেনস্থার ঘটনা। স্কুল থেকে ফেরার সময় তাঁকে হেনস্থা করা হয়। যা আজও ভুলতে পারেননি তিনি।
সে সময় কাউকে সাহায্যের জন্য পাননি অভিনেত্রী। শেফালি বলছেন কন্যা সন্তানের চেয়ে পুত্র সন্তানকে যত্নে লালন পালন করলে তবেই কমবে মেয়েদের হেনস্থা।