Android Mobile: আপনার তথ্য শেয়ার করছে কোন অ্যাপ জানুন
রোল আউট শুরু হল অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের। এই নতুন অপারেটিং সিস্টেম পিক্সেল ৮ সিরিজের ফোনে পাওয়া যাবে। কী কী থাকবে এই নতুন অপারেটিং সিস্টেম? ফ্ল্যাশ নোটিফিকেশন, ব্যাটারি সাইকেল কাউন্ট, ব্যাটারি হেলথ পার্সেন্টেজ সহ একাধিক ফিচার।
রোল আউট শুরু হল অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের। এই নতুন অপারেটিং সিস্টেম পিক্সেল ৮ সিরিজের ফোনে পাওয়া যাবে। কী কী থাকবে এই নতুন অপারেটিং সিস্টেম? ফ্ল্যাশ নোটিফিকেশন, ব্যাটারি সাইকেল কাউন্ট, ব্যাটারি হেলথ পার্সেন্টেজ সহ একাধিক ফিচার। অ্যাপ ডাউনলোড করার সময় ব্যক্তিগত তথ্যের উপর আরো ভালো নিয়ন্ত্রণ দেবে অ্যান্ড্রয়েড ১৪।
এই ওএসে জানা যাবে কোনও ইউজারের তথ্য কোনও থার্ড পার্টির সঙ্গে শেয়ার হচ্ছে কি না। Realme, Sharp, Sony, Samsung Galaxy, iQOO, Tecno । Vivo, Nothing, OnePlus, Oppo, এবং Xiaomi র ফোনে এই ওএস আপডেট আসবে। Pixel স্মার্টফোনেও আসবে এই আপডেট পিক্সেল ৪, ৫, ৬ ও ৭ ভার্সন ও ট্যাবলেট ও ফোল্ডে আসবে এই ওএসের আপডেট।
যে অ্যান্ড্রয়েড ফোনে ওভার দ্য টপ আপডেট নেই। তার ব্যবহারকারীরা ফোনের সেটিংসে দেখতে পারেন আপডেটটি এসেছে নাকি। সেটিংসে সিস্টেমে ক্লিক করুন সেখানে সিস্টেম আপডেটে ট্যাপ করুন। চেক ফর আপডেটে ক্লিক করুন। খুব শিগগির আসছে এই অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম।