কলকাতাকে ‘সাংস্কৃতিক রাজধানী’ করার লক্ষ্যে ১১,০০০ কোটি টাকার ‘সোনার বাংলা ফান্ড’, ঘোষণা শাহর

সৌরভ পাল |

Apr 09, 2021 | 6:02 PM

রাষ্ট্রসঙ্ঘের (UN) দরবারে বাংলা ভাষাকে মান্যতা দানের লক্ষ্যে কাজ করবে বিজেপি সরকার, বৈঠক থেকে দাবি শাহের। কলকাতার সার্বিক উন্নয়নের জন্য ২২,০০০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি উত্তর ও দক্ষিনবঙ্গের সড়ক যোগাযোগ উন্নয়নের বার্তাও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Follow Us

‘সোনার বাংলা অভিযান’ শুরু কলকাতা থেকে, সাংবাদিক বৈঠক থেকে ডাক অমিত শাহের (Amit Shah)। সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে প্রতি কৃষকের অ্যাকাউন্টে ১৮,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি।

পাশাপাশি ১১,০০০ কোটি টাকার ‘সোনার বাংলা ফান্ড’ ব্যবহৃত হবে তিলোত্তমাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে, বক্তব্য শাহের। পুরোহিত কল্যাণ বোর্ড গঠনের মাধ্যমে রাজ্যের প্রত্যেক পুরোহিতকে মাসিক ৩,০০০ টাকা ভাতার অঙ্গীকার করেন অমিত।

অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘের (UN) দরবারে বাংলা ভাষাকে মান্যতা দানের লক্ষ্যে কাজ করবে বিজেপি সরকার, বৈঠক থেকে দাবি শাহের। কলকাতার সার্বিক উন্নয়নের জন্য ২২,০০০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি উত্তর ও দক্ষিনবঙ্গের সড়ক যোগাযোগ উন্নয়নের বার্তাও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=7nHXBXYIPgI[/embedyt]

‘সোনার বাংলা অভিযান’ শুরু কলকাতা থেকে, সাংবাদিক বৈঠক থেকে ডাক অমিত শাহের (Amit Shah)। সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে প্রতি কৃষকের অ্যাকাউন্টে ১৮,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি।

পাশাপাশি ১১,০০০ কোটি টাকার ‘সোনার বাংলা ফান্ড’ ব্যবহৃত হবে তিলোত্তমাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে, বক্তব্য শাহের। পুরোহিত কল্যাণ বোর্ড গঠনের মাধ্যমে রাজ্যের প্রত্যেক পুরোহিতকে মাসিক ৩,০০০ টাকা ভাতার অঙ্গীকার করেন অমিত।

অন্যদিকে রাষ্ট্রসঙ্ঘের (UN) দরবারে বাংলা ভাষাকে মান্যতা দানের লক্ষ্যে কাজ করবে বিজেপি সরকার, বৈঠক থেকে দাবি শাহের। কলকাতার সার্বিক উন্নয়নের জন্য ২২,০০০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি উত্তর ও দক্ষিনবঙ্গের সড়ক যোগাযোগ উন্নয়নের বার্তাও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=7nHXBXYIPgI[/embedyt]

Next Video