Hair Fall Problem: চুলে দিন ঢ্যাঁড়স
রিঠা ফল, মেথির দানা, জবা গাছের পাতা, নারকেল তেল দিয়ে চুলের হাল ফেরানোর রেওয়াজ দীর্ঘদিনের। কিন্তু ভেন্ডি বা ঢ্যাঁড়সে রয়েছে বিস্তর পুষ্টিগুণ। ঢ্যাঁড়স ভেজানো জল চুলের ফলিকল মজবুত করে। ঢ্যাঁড়স ভেজানো জলে আছে বেশ কিছু ভিটামিন ও খনিজ।
রিঠা ফল, মেথির দানা, জবা গাছের পাতা, নারকেল তেল দিয়ে চুলের হাল ফেরানোর রেওয়াজ দীর্ঘদিনের। কিন্তু ভেন্ডি বা ঢ্যাঁড়সে রয়েছে বিস্তর পুষ্টিগুণ। ঢ্যাঁড়স ভেজানো জল চুলের ফলিকল মজবুত করে। ঢ্যাঁড়স ভেজানো জলে আছে বেশ কিছু ভিটামিন ও খনিজ।
এতে আছে ভিটামিন এ, সি ও কে। ঢ্যাঁড়স ভেজানো জলে আছে আয়রন, ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়াম। এই জল দিয়ে মাথা ধুলে চুলের জেল্লা ফেরে। ঢ্যাঁড়স ভেজানো জল চুল পড়া কমায়। ঢ্যাঁড়স ভেজানো জল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে। চুলের ডগা ভেঙে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দেয় এই জল।
এই জল চুলের চটচটে ভাব দূর করে চুল উজ্জ্বল ও জেল্লাদার করে তোলে। ঢ্যাঁড়সের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান স্ক্যাল্প ভাল রাখে। ঢ্যাঁড়সের ভিটামিন সি কোলাজেন তৈরি করে চুল মজবুত করে। স্ক্যাল্পের পিএইচ ব্যাল্যান্স বজায় রাখে এই জল
Latest Videos