Lionel Messi: মেসি বার্সেলোনায় ফিরলে, বেতন কমবে ৪ গুণ!

Lionel Messi: মেসি বার্সেলোনায় ফিরলে, বেতন কমবে ৪ গুণ!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Apr 24, 2023 | 4:37 PM

মেসিকে পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছে বার্সেলোনা। মেসিকে দলে আনতে নিজেদের সম্পদ বিক্রির পথেও নাকি হাঁটছে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি। শুধু বার্সাকেই নয়,ক্যাম্প ন্যুতে ফিরতে হলে মেসিকেও বড় ছাড় দিতে হবে। মেসি যদি সব মৌসুম প্রতি ২ কোটি ৫০ লাখ ইউরো করতে রাজি থাকেন,তবেই তিনি বার্সেলোনায় ফিরতে পারবেন।

মেসিকে পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছে বার্সেলোনা। মেসিকে দলে আনতে নিজেদের সম্পদ বিক্রির পথেও নাকি হাঁটছে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি। শুধু বার্সাকেই নয়,ক্যাম্প ন্যুতে ফিরতে হলে মেসিকেও বড় ছাড় দিতে হবে। মেসি যদি সব মৌসুম প্রতি ২ কোটি ৫০ লাখ ইউরো করতে রাজি থাকেন,তবেই তিনি বার্সেলোনায় ফিরতে পারবেন। এই শর্ত মেনে নিলে, বার্সায় আগের চেয়ে তাঁর বেতন কমবে ৪ গুণ কম। ২০২০-২১ মৌসুমে বার্সায় মেসির আয় ছিল ১০ কোটি ইউরো। ২০২১ সালে অর্থনৈতিক দুর্দশার কারণে মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয় বার্সা। সেবার চোখের জলে বার্সাকে বিদায় বলে মেসি চলে যান পিএসজিতে। মেসি পিএসজিতে মৌসুমপ্রতি প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো বেতন পান। ২টি কারণে নাকি মেসি আর পিএসজির চুক্তি আটকে আছে। এমবাপ্পের চেয়ে কম টাকা পাওয়ার বিষয়টি নাকি মেসি মানতে পারছেন না। আর অন্যটি নতুন চুক্তির মেয়াদ। মেসির সামনে সৌদি আরবের ক্লাব আল হিলাল এবং এমএলএসের ক্লাব ইন্টার মায়ামির কাছ থেকেও আসছে বড় অঙ্কের প্রস্তাব। এই পরিস্থিতিতে মেসি কম বেতনে বার্সায় ফিরতে রাজি হন কি না,সেটাই দেখার অপেক্ষা। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন,‘মেসিকে নিবন্ধিত করতে হলে বার্সাকে অর্থনৈতিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বার্সায় মেসির ফেরাকে আমি সম্ভব বলে মনে করছি না। বার্সা এখনো তাকে ফেরানোর ব্যবস্থা নিতে পারে। তবে তাদের অনেক কাজ করতে হবে’।