Diesel on Road: রাস্তায় পড়ে অমূল্য রত্ন!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 09, 2023 | 9:21 PM

বুধবার বেলা প্রায় আড়াইটা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগরে পথ দুর্ঘটনার কবলে পড়ে এক ডিজেল ভর্তি তেলের গাড়ি। গাড়িটি মেদিনীপুরের দিক থেকে বকুলতলার দিকে যাচ্ছিল।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মেদিনীপুর সড়কের রাজনগরে ঘটি বাটি বালতি নিয়ে মূল্যবান তরল সংগ্রহে হুড়োহুড়ি । কে কত সংগ্রহ করতে পারে ঘটি, বাটি, বালতি হাতে তারই প্রতিযোগিতা চলছে রাজ্য সড়কের উপর । কিছু প্রতিযোগী কাছাড় খাচ্ছেন, আহত হচ্ছেন তবুও  তাকে জিততেই হবে, পাশের প্রতিযোগীর থেকে বেশি সংগ্রহ করতে হবে মূল্যবান তরল। পুলিশ বাধা দিলেও প্রতিযোগিরা অনড়, তারা সরছেন না।
জানা যাচ্ছে আজ বুধবার বেলা প্রায় আড়াইটা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগরে পথ দুর্ঘটনার কবলে পড়ে এক ডিজেল ভর্তি তেলের গাড়ি। গাড়িটি মেদিনীপুরের দিক থেকে বকুলতলার দিকে যাচ্ছিল। দাসপুর থানার রাজনগরে আশ্রমের কাছে যে বাঁক মোড় সেখানেই রাস্তার মধ্যে পালটি খায় ওই তেল বোঝাই ট্যাঙ্কার। জানা যাচ্ছে ওই তেলের ট্যাঙ্কারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় চালক। গুরুতর জখম হয়েছেন ওই গাড়ির চালক। তাকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।  দুর্ঘটনার পরে ঘটি বাটি বালতি কলসি নিয়ে ছুটেছেন গ্রামবাসীরা। যে যেমন ভাবে পারছেন সংগ্রহ করছেন সে তেল। অন্যদিকে তেলের ট্যাঙ্কারের তেল সারা রাস্তা জুড়ে।  পা পিছলে পড়ছেন গ্রামবাসীদের পাশাপাশি পথচারীরাও। পরিস্থিতি সামাল দেবার চেষ্টায় দাসপুর থানার পুলিশ।