বাংলার বউমাদের অপমান করবেন না: লকেট
ব্রিগেডের ময়দানে মমতাকে(Mamata Banerjee) এক হাত নিলেন লকেট চট্টোপাধ্য়ায়।
সম্প্রতি হুগলির সাহাগঞ্জের মঞ্চ থেকে বিজেপিকে বিঁধেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে কয়লাকাণ্ডে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গ তুলে বলেছিলেন, এখন বাড়ির বউদের কয়লা চোর সাজানো হচ্ছে। ব্রিগেডের ময়দানে তারই পাল্টা এক হাত নিলেন লকেট চট্টোপাধ্য়ায়। তাঁর কথায়, “বাংলার বউমাদের কয়লা চোরের সঙ্গে তুলনা করবেন না। যেই চোর ধরতে গিয়েছে এখন বলছে বাংলার বউমাদের চোর বলছে! নিজেদের ঝামেলা নিজেদের ভিতর রাখুন। বাংলার মেয়েদের বদনাম করবেন না।”
Latest Videos