Balurghat ICDS Center: খিচুড়িতে নেই নুন, ব্যাস!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 10, 2023 | 6:57 PM

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণগত মান দিন দিন খারাপ হচ্ছে৷ প্রায় প্রতিদিনই খাবারের নানা রকম সমস্যা থাকছে। এমনকি বাচ্চা ও মায়ের জন্য করা রান্নাও পরিস্কার পরিচ্ছন্ন ভাবে করা হয় না৷ প্রায় দিনই দেরি করে সেন্টারে আসেন শিক্ষিকা ও সহায়িকা। এদিকে গতকাল রান্না করা খিচুড়িতে লবণ দেয়নি রাধুনি। এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার ক্ষুব্ধ অভিভাবকরা।

বালুরঘাট, ১০ আগস্ট: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণগত মান দিন দিন খারাপ হচ্ছে৷ প্রায় প্রতিদিনই খাবারের নানা রকম সমস্যা থাকছে। এমনকি বাচ্চা ও মায়ের জন্য করা রান্নাও পরিস্কার পরিচ্ছন্ন ভাবে করা হয় না৷ প্রায় দিনই দেরি করে সেন্টারে আসেন শিক্ষিকা ও সহায়িকা। এদিকে গতকাল রান্না করা খিচুড়িতে লবণ দেয়নি রাধুনি। এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার ক্ষুব্ধ অভিভাবকরা। এমন একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের শতখন্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখাল ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। আসে স্থানীয় পঞ্চায়েত সদস্যা বুনু পাহান। অন্যদিকে বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের সুপারভাইজারকে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। পুলিশ ও পঞ্চায়েত সদস্যার উপস্থিতিতে স্বাভাবিক হয় পরিস্থিতি৷ তোলা খোলা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। যদিও রান্নার গুণগত মান খারাপ তার কথা স্বীকার করে নেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা। তবে সহায়িকাকে বলার পরও তিনি ঠিক মত কাজ করেন না বলেই তিনি পালটা অভিযোগ তুলেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।