Siliguri Political News: জিতল বিজেপি, নাচল তৃণমূল
শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। তবে এরপর তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বেরিয়ে আসতেই তাদের ঘিরে নাচলেন তৃণমূলের কর্মীরা। ৩০ আসনের এই গ্রাম পঞ্চায়েতে ১৯টি বিজেপির দখলে।
শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। তবে এরপর তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বেরিয়ে আসতেই তাদের ঘিরে নাচলেন তৃণমূলের কর্মীরা। ৩০ আসনের এই গ্রাম পঞ্চায়েতে ১৯টি বিজেপির দখলে। তৃণমূল পায় ১১টি আসন। এখানেও গেরুয়া শিবির ভাঙিয়ে বোর্ড গঠনের একটা চেষ্টা হয়েছিল। কিন্তু তৃণমূল ক্ষমতায় এলে, এই পঞ্চায়েতে ফের প্রধান হতে পারেন ব্লক সভাপতি ও জয়ী তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সুধা সিংহ,এই আশংকায় তৃণমূলের একটি অংশ বেঁকে বসেন। ফলে বিজেপিরও কার্যোদ্ধার সহজ হয়ে যায়। এদিকে সকাল থেকেই বিজেপি-তৃণমূলের উৎসাহী কর্মীরা হাজির হন। স্লোগান- পালটা স্লোগানে উত্তপ্ত পরিবেশ তৈরী হয়। কিন্তু বিজেপির বোর্ড গঠনের পর এলাকা ছাড়ে ঘাসফুল শিবির। বিজেপির বিজয় উল্লাস শুরু হয়।