নন্দীগ্রামে মনোনয়ন পেশ মমতার! দেখে নিন নেত্রীর ভোট-সরণি
ভোটযুদ্ধে শিব-স্মরণ করেই ময়দানে নেমে পড়লেন অগ্নিকন্যা! তাঁর ক্ষমতায় আসার পিছনে যে নন্দীগ্রামের ইতিহাস লেখা হয়ে আছে, সেখানেই এবার ভোটে লড়বেন তিনি। প্রতিপক্ষ আবার তাঁরই দলের প্রাক্তন সৈনিক শুভেন্দু। তাই এবার বিধানসভা নির্বাচনে নজরে নন্দীগ্রা। বুধবার সেখানে মনোনয়ন পেশ করলেন মমতা। শিবরাত্রিকে সামনে রেখেই রাজনীতির (West Bengal Assembly Election 2021) অঙ্ক নন্দীগ্রামে (Nandigram)। বুধবার দুপুরে […]
ভোটযুদ্ধে শিব-স্মরণ করেই ময়দানে নেমে পড়লেন অগ্নিকন্যা! তাঁর ক্ষমতায় আসার পিছনে যে নন্দীগ্রামের ইতিহাস লেখা হয়ে আছে, সেখানেই এবার ভোটে লড়বেন তিনি। প্রতিপক্ষ আবার তাঁরই দলের প্রাক্তন সৈনিক শুভেন্দু। তাই এবার বিধানসভা নির্বাচনে নজরে নন্দীগ্রা। বুধবার সেখানে মনোনয়ন পেশ করলেন মমতা।
শিবরাত্রিকে সামনে রেখেই রাজনীতির (West Bengal Assembly Election 2021) অঙ্ক নন্দীগ্রামে (Nandigram)। বুধবার দুপুরে শিবমন্দিরে পুজো দিয়েছেন তিনি। তারপর হলদিয়ায় মিছিল সেরে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় ফিরে কাল তৃণমূলের ইস্তেহার প্রকাশ। শিবরাত্রির দিনেই। পিছিয়ে নেই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীও। আজ বিজেপির পার্টি অফিস উদ্বোধন নন্দীগ্রামে। সেখানেই যজ্ঞ করবেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)।
Published on: Mar 10, 2021 06:04 PM
Latest Videos