‘খেলা হবে’, রাজপথ থেকে বার্তা মমতার
কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে এলাকা। দু'দিকে দড়ি দিয়ে ঘেরা। বেষ্টনীর ভিতরে হাতে গোনা কয়েজন। দড়ির বাইরে কর্মী, সমর্থকরা।
নন্দীগ্রাম (Nandigram) দিবসে রাজপথে নেমে নিজেকে আহত বাঘের সঙ্গে তুলনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, “আহত বাঘ আরও ভয়ঙ্কর, খেলা হবে।” পায়ে চোট, তবু ময়দানে ‘লড়াকু’ তৃণমূল সুপ্রিমো। রবিবার গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা মোড় পর্যন্ত এক মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। হুইল চেয়ারে বসে সেই মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী।
হুইল চেয়ারে বসেই এদিন মমতার হুঁশিয়ারি, “আহত বাঘ কিন্তু আরও ভয়ঙ্কর। আমাকে আহত করা হয়েছে। আমি হুইল চেয়ারে ভাঙা পায়ে সারা বাংলা ঘুরে বেড়াব। আমার যন্ত্রণা আছে, শারীরিক যন্ত্রণা। কিন্তু গণতন্ত্রের যন্ত্রণা অনেক বড়। আমার সারা শরীরে কালো চিহ্ন। কিন্তু আমি তোয়াক্কা করি না। স্বৈরাচারী শক্তির হাত থেকে আমাদের গণতন্ত্রকে রক্ষা করাই একমাত্র কাজ। অশুভ শক্তি যেন নাশ হয়। বাংলাকে ঘিরে যে চক্রান্ত, তা যেন নস্যাৎ হয়ে যায়। আমাকে ভরসা রাখুন।”