একুশের ভোটে ওয়ার্ডে লিড দিতে পারলেই ১ কোটির তহবিল: তৃণমূল সূত্র
ববি হাকিম

একুশের ভোটে ওয়ার্ডে লিড দিতে পারলেই ১ কোটির তহবিল: তৃণমূল সূত্র

sreejayee das | Edited By: সৌরভ পাল

Mar 06, 2021 | 10:47 AM

এদিন তপসিয়ায় তৃণমূল ভবনে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ছিলেন বিধায়করাও।

সব পরিকল্পনামাফিক এগোলে শুক্রবারই নির্বাচনের (West Bengal Election) প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল (Trinamool Congress)। সূত্রের খবর, সেই তালিকায় প্রচুর নতুন নাম ঢুকবে। আবার বাদও পড়বেন পুরনো কেউ কেউ। তবে দলের সিদ্ধান্ত নিয়ে কোনওরকম ‘বিপ্লব’ সহ্য করা হবে না। বৃহস্পতিবার আরও একবার সে বার্তাই দেওয়া হল দলের তরফে। একইসঙ্গে সূত্রের খবর, গত লোকসভা ভোটে যে সমস্ত ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে পড়েছিল, সেখানে এবার লিড দিতে পারলে, কাউন্সিলরদের ১ কোটি টাকা করে ‘তহবিল পুরস্কার’ দেওয়া হবে বলেও এদিন জানিয়েছে দল।

এদিন তপসিয়ায় তৃণমূল ভবনে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম। ছিলেন বিধায়করাও। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই। নজরে আসে দলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের উপস্থিতিও। সূত্রের খবর, সেই বৈঠকে দলের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রার্থী তালিকা নিয়ে দলের সিদ্ধান্তই শেষ কথা। কারও যদি তাতে আপত্তি থাকে, তিনি নিজের মতো পথ দেখে নিতে পারেন।

 

Published on: Mar 04, 2021 06:04 PM