Mainaguri News: ভূতের আতঙ্ক ছড়িয়েছে ময়নাগুড়ির দক্ষিণ খাগড়া বাড়ি এলাকায়

Mainaguri News: ভূতের আতঙ্ক ছড়িয়েছে ময়নাগুড়ির দক্ষিণ খাগড়া বাড়ি এলাকায়

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 02, 2023 | 8:25 PM

কখনও নিম গাছের ডালে,কখনও আবার কামরাঙ্গা গাছের ডালে বসে কাঁদে আত্মঘাতী মহিলা। আবার কখনও জানালা দিয়ে মুখ বের করে হাসে ওই মৃত গৃহবধূ। আর এতেই ভূতের আতঙ্ক ছড়িয়েছে ময়নাগুড়ি দক্ষিন খাগড়া বাড়ি গ্রামে।

ভুতের আতঙ্ক ছড়িয়েছে ময়নাগুড়ির দক্ষিন খাগড়া বাড়ি এলাকায়

কখনও নিম গাছের ডালে,কখনও আবার কামরাঙ্গা গাছের ডালে বসে কাঁদে আত্মঘাতী মহিলা। আবার কখনও জানালা দিয়ে মুখ বের করে হাসে ওই মৃত গৃহবধূ। আর এতেই ভূতের আতঙ্ক ছড়িয়েছে ময়নাগুড়ি দক্ষিন খাগড়া বাড়ি গ্রামে।

ভূতের ভয়ে আতঙ্কিত এলাকাবাসীদের একটা বড় অংশ। সন্ধ্যা হলেই ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন না।এমন কি বাচ্চাদের ও সন্ধ্যার পর ঘরে আটকে রাখছেন পরিবারের লোকজন।

স্থানীয় বাসিন্দাদের দাবি দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায় প্রায় দেড় বছর আগে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটে। ঘরের সিলিংয়ে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর থেকে শুরু হয় আতঙ্ক।

আতঙ্ক কাটাতে ওই বাড়ির সামনে সপ্তাহ খানেক আগে লাইট লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ এর পর থেকে ভূতের অত্যাচার নাকি আরও বেড়ে গেছে। এখন প্রতিদিন বিভিন্ন লোকের বাড়ির টিনের চালের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে।

এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ এখন নাকি দিন দুপুরেও ওই ঘর থেকে উঁকি মারছে মৃত মহিলা। আর ওই ঘর থেকে ভেসে আসতে শুরু করেছে কান্নার আওয়াজ। কিন্তু কেউ সেখানে গেলে কোন কিছুই খুঁজে পাওয়া যায় না।

স্থানীয় পঞ্চায়েত প্রতিমা দাস বলেন ভূত বলে কিছু হয়না। এটা উনাদের মনের ভুল। তাই ভুল ভাঙাতে আমি ওই এলাকায় গিয়ে খোঁজ খবর নেব। ওই এলাকায় সচেতনতা প্রচার চালানো হবে।