Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marriage Industry: বিয়ে দেশের ৪র্থ বৃহত্তম ইন্ডাস্ট্রি

Marriage Industry: বিয়ে দেশের ৪র্থ বৃহত্তম ইন্ডাস্ট্রি

Nandan Paul

|

Updated on: Dec 18, 2023 | 12:00 PM

Marriage Industry: বিয়ে এখন দেশের ৪র্থ বৃহত্তম ইন্ডাস্ট্রি। ২০২৩-২৪ এর মরসুমের বিয়েতে ৪.৭৪ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে। এই বিয়ের মরসুমে বসবে ৩৮ লক্ষ বিয়ের আসর। তার থেকেই আসবে এই টাকা।

বিয়ে এখন দেশের চতুর্থ বৃহত্তম ইন্ডাস্ট্রি। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের অনুমান। ২০২৩ ২৪ এর মরসুমের বিয়েতে ৪.৭৪ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে। এই বিয়ের মরসুমে বসবে ৩৮ লক্ষ বিয়ের আসর। তার থেকেই আসবে এই টাকা। ২০২২ ২৩ এ ৩২ লক্ষ বিয়ে হয়। ব্যবসা হয় ৩.৭৫ লক্ষ কোটি টাকার। ৩০টি শহরে সিএআইটির শাখা একটি সমীক্ষা করেছে।

সিএআইটির সমীক্ষা মতে এবার দিল্লিতে ৪ লক্ষ বিয়ে হবে। তার থেকে ব্যবসা হবে ১.২৫ লক্ষ কোটি টাকার। আর্থসামাজিক অবস্থা ভেদে বিয়ের খরচ নানারকম হয়। সিএআইটির অনুমান। ৭ লক্ষ বিয়েতে খরচ হবে ৩ লক্ষ টাকা করে। ৮ লক্ষ বিয়েতে খরচ হবে ৬ লক্ষ টাকা করে। ১০ লক্ষ বিয়েতে খরচ হবে ১০ লক্ষ টাকা করে। ৭ লক্ষ বিয়েতে খরচ হবে ১৫ লক্ষ টাকা করে। ৫ লক্ষ বিয়েতে খরচ হবে ২৫ লক্ষ টাকা করে। ৫০ হাজার বিয়েতে খরচ হবে ৫০ লক্ষ টাকা করে। ৫০ হাজার বিয়েতে খরচ হবে ১ কোটির ও তার বেশি। এতে আছে বিয়ের জিনিস, গয়না, উপহার ও পরিষেবার খরচ।