Madan Mitra News: মদনের ‘লাভলি’কে?
লাভলীর খোঁজ পাওয়া গেছে। লাভলী আমাদের বাংলার মা, বাংলার মাটি, বাংলার মানুষ। আমাদের কর্মীরা হচ্ছে আমাদের সব থেকে বড় লাভলী বলে মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
লাভলীর খোঁজ পাওয়া গেছে। লাভলী আমাদের বাংলার মা, বাংলার মাটি, বাংলার মানুষ। আমাদের কর্মীরা হচ্ছে আমাদের সব থেকে বড় লাভলী বলে মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। রবিবার কলকাতা থেকে তারাপীঠ যাবার পথে মদন মিত্র বর্ধমানে ক্ষণিকের জন্য দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে সৌজন্য বিনিময় করেন। সর্বদা তিনি রঙিন। রাজনীতির ভিতরে কি বাইরে মদন মিত্র সব সময়ে একেবারে কালারফুল।অনেকদিন পর বর্ধমানের দলীয় কর্মী সমর্থকরা তাকে কাছে পেয়েছে। তাই তারাও বিধায়ককে চট করে ছাড়তে রাজী নয়। তাই মদন মিত্র কর্মীদের মনোরঞ্জনে গানও গাইলেন ” তোকে নিয়ে বিলেত যাবরে ও লাভলী”। তবে মদন মিত্র থাকবে আর রাজনীতির কথা হবে না? তা তো হওয়ার কথা নয়।গানের পাশাপাশি যোগী আর মোদীকে একসাথে উদ্দ্যেশ্যে করে তার মন্তব্য, শুনেছি যোগী আসছেন। তবে উনি যদি মনে করেন এগুলো নির্ভেজাল, নিস্তেজ, উত্তেজনা নেই, উত্তাপ নেই বারুদ নেই তাহলে আমি বলবো, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। এটা মহারাষ্ট্র নয়, এটা বর্ধমান। যো বর্ধমান সে টকরায়েগা চুর চুর হো জায়েগা। রবিবাসরীয় বিকেলে ঝটিকা সফরের মধ্যেও বর্ধমানের তৃণমূল নেতা কর্মীরা মদন মিত্রকে সংবর্ধনা জানায়।