বেঁচে থাকতেও মৃত! জীবিতকে ডেথ সার্টিফিকেট ধরাল ন্যাশনাল মেডিকেল কলেজ

সৌরভ পাল |

Apr 16, 2021 | 3:45 PM

মৃত্যু হয়েছে রোগীর, হাসপাতাল থেকে এমন খবর পেয়েই তড়িঘড়ি ছুটে যান পরিজনরা। যদিও রোগীকে 'জীবিত' দেখে চমকে যান সকলেই। হাসপাতালের সাফাই, চোখের ভুলেই হয়েছে গাফিলতি। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Follow Us

বেঁচে আছেন নাগরিক, তাও জীবিত ব্যক্তিকে ডেথ সার্টিফিকেট দিল ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ (National Medeical College)। ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

মৃত্যু হয়েছে রোগীর, হাসপাতাল থেকে এমন খবর পেয়েই তড়িঘড়ি ছুটে যান পরিজনরা। যদিও রোগীকে ‘জীবিত’ দেখে চমকে যান সকলেই।

এহেন ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ সকলে। হাসপাতালের সাফাই, চোখের ভুলেই হয়েছে গাফিলতি। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আপাতত হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাবির মোল্লা। যদিও হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এমন গাফিলতির শাস্তি চেয়েছেন সাবিরের পরিজনরা।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=F4d6K4BqNe8[/embedyt]

বেঁচে আছেন নাগরিক, তাও জীবিত ব্যক্তিকে ডেথ সার্টিফিকেট দিল ন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ (National Medeical College)। ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

মৃত্যু হয়েছে রোগীর, হাসপাতাল থেকে এমন খবর পেয়েই তড়িঘড়ি ছুটে যান পরিজনরা। যদিও রোগীকে ‘জীবিত’ দেখে চমকে যান সকলেই।

এহেন ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ সকলে। হাসপাতালের সাফাই, চোখের ভুলেই হয়েছে গাফিলতি। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আপাতত হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাবির মোল্লা। যদিও হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এমন গাফিলতির শাস্তি চেয়েছেন সাবিরের পরিজনরা।

 

[embedyt] https://www.youtube.com/watch?v=F4d6K4BqNe8[/embedyt]

Next Video