Metro Viral Video: ট্রেন থামছে, ঘরের বেডরুমে!
Viral Video: একটি ভিডিয়োটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ঘরে বিছানার কাছে বসে রয়েছেন এক মহিলা। মোবাইল ফোনে চেক করছেন, সন্তান স্কুলে গিয়েছে সে কখন ফিরবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা গেল, মহিলার ঘরের মেঝের একটা অংশ সরে গেল। কাচের নিচ থেকে মেট্রো ট্র্যাক দেখা গেল এবং সেখানেই থামল ট্রেনটি। সেই ট্রেন থেকে বেরিয়ে এল তাঁর সন্তান।
একটি ভিডিয়োটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ঘরে বিছানার কাছে বসে রয়েছেন এক মহিলা। মোবাইল ফোনে চেক করছেন, সন্তান স্কুলে গিয়েছে সে কখন ফিরবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা গেল, মহিলার ঘরের মেঝের একটা অংশ সরে গেল। কাচের নিচ থেকে মেট্রো ট্র্যাক দেখা গেল এবং সেখানেই থামল ট্রেনটি। সেই ট্রেন থেকে একটি সিলিন্ড্রিক্যাল লিফট বেরিয়ে এসে,মহিলার কোলের সন্তানকে তাঁর কোলেই দিয়ে গেল। ভিডিয়ো দেখে অনেকেই হতচকিত হতে পারেন! কিন্তু মর্মান্তিক দিকটি হল, জনসাধারণ যে মেট্রো রেল ব্যবহার করেন, তার অ্যাক্সেস সাধারণ মানুষের ড্রয়িং বা বেডরুমে। এই কনসেপ্ট যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে মানুষের জীবন কতটা সঙ্কটজনক হতে পারে বুঝতে পারছেন? যে বিষয়টি দর্শকের নজর কাড়ে তা হল, কীভাবে শিশুটি লিফটের মাধ্যমে মেট্রো থেকে বেরিয়ে এল।
Published on: Apr 22, 2023 09:28 AM
Latest Videos