Remedy of Tulsi: তুলসীর হাজারো গুণ
Tulsi Benefits: তুলসীকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। বাড়ির আঙ্গিনায় তুলসী রাখা শুভ । বাড়িতে তুলসী সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকে। প্রায় সব ধরনের পুজোয় তুলসী ব্যবহৃত হয়। তুলসী সাধারণত ৫ প্রকার । শ্যাম তুলসী, রাম তুলসী, শ্বেত তুলসী, বন তুলসী ও কর্পূর তুলসী।
তুলসীকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। বাড়ির আঙ্গিনায় তুলসী রাখা শুভ । বাড়িতে তুলসী সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকে। প্রায় সব ধরনের পুজোয় তুলসী ব্যবহৃত হয়। তুলসী সাধারণত ৫ প্রকার । শ্যাম তুলসী, রাম তুলসী, শ্বেত তুলসী, বন তুলসী ও কর্পূর তুলসী। শ্বেত তুলসী সাধারণত বিষ্ণু তুলসী নামেও পরিচিত। সাদা রঙের ফুল ধরে এই তুলসী গাছে। সাদা বা শ্বেত তুলসী বিষ্ণুর পুজোয় ব্যবহৃত হয় সবচেয়ে বেশি। বন তুলসীকে প্রহ্লাদ তুলসীও বলা হয়। শ্যামা তুলসী পাতা গাঢ় বেগুনি বর্ণের। কালো রঙের পাতার জন্য একে কৃষ্ণ তুলসীও বলে । রাম তুলসীর পাতার আকার বড় সবুজ রঙের। রাম তুলসীর পাতা মিষ্টি । স্নানের জলে শুকনো তুলসী পাতা দিলে নেতিবাচক শক্তি শরীরে প্রবেশ করে না। গোপালের পুজোতে শুকনো তুলসী পাতা ব্যবহার করতে পারেন । লাল রঙের কাপড়ে শুকনো তুলসী পাতা বেঁধে ধনসম্পদের কাছে রাখলে লক্ষ্মীর কৃপা বজায় থাকে। আর্থিক সমস্যা থেকে মুক্তি ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় । সকালে ঘুম থেকে উঠে তুলসী পাতা নিয়ে হাত জোড় করে মা লক্ষ্মীর প্রার্থনা করুন। ১১টি পাতা ভেঙে ময়দার পাত্রে রেখে দিন। অর্থ ও লাভের যোগফল তৈরি হয়। তুলসীর ডাল হলুদ কাপড়ে বেঁধে বৃহস্পতিবার অফিসে বা দোকানে রেখে দিন। ব্যবসা ও চাকরিতে শ্রীবৃদ্ধি হবে।